Home > ব্রেকিং নিউজ > বিষ্ণুপুরে পাইপগান সহ ধৃত তিন দূষ্কৃতিকে পুলিশ হেপাজতে নিয়ে চলছে ম্যারাথন জেরা।
বিষ্ণুপুরে পাইপগান সহ ধৃত তিন দূষ্কৃতিকে পুলিশ হেপাজতে নিয়ে চলছে ম্যারাথন জেরা।
BY Bankura 24x714 Sep 2018 2:34 PM GMT
X
Bankura 24x714 Sep 2018 2:34 PM GMT
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বিষ্ণুপুরে দেশী পাইপগান সহ ধৃত তিন দুষ্কৃতিকারীকে পুলিশ হেফাজতে পেয়ে চলছে ম্যারাথন জেরা।
বৃহস্পতিবার রাতে ধৃত এই তিন দুষ্কৃতি কে, আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে ধৃতদের ৩ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দিলেন বিচারক।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে বিষ্ণুপুরের শ্যামসুন্দরপুরে হানা দিয়ে প্রথমে দুজনকে এবং পরে আরও একজনকে ধরে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় উদ্ধার হওয়া দেশী পাইপগানটিও।
বিষ্ণুপুরের এসডিপিও সুকোমল দাস জানিয়েছিলেন, ধৃতদের পুলিশ হেপাজতে জিজ্ঞাসাবাদ করে ঘটনার কিনারা করা হবে। এদের সাথে আরও কেও যুক্ত আছে কিনা তাও খতিয়ে দেখা হবে।
Next Story