ব্রেকিং নিউজ

এবার অসময়ে জেলায় ঢুকে পড়ল ৩০টি হাতির পাল! এখন সোনামুখীর মানিকবাজারে ঘাঁটি গেড়েছে পালটি।

এবার অসময়ে জেলায় ঢুকে পড়ল ৩০টি হাতির পাল! এখন সোনামুখীর মানিকবাজারে ঘাঁটি গেড়েছে পালটি।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এবার শীতের সময় আচমকা জেলায় ঢুকে পড়ল ৩০টি হাতির পাল!এই দলে বেশ কয়েকটি বাচ্চা হাতিও রয়েছে।এখন এই হাতির পাল ঘাঁটি গেড়েছে জেলার উত্তর বন বিভাগের সোনামুখী রেঞ্জের মানিকবাজার জঙ্গলে।বন দপ্তরের হাতি ঠেকানোর বেড়া ভেঙ্গে হাতির দল দিব্যি ঢুকে পড়েছে বলে স্থানীয়দের দাবী।বন দপ্তর সুত্রে জানানো হয়েছে, পশ্চিম মেদিনীপুরের রূপনারায়নের জঙ্গল থেকে এই দলটি রবিবার রাতে বিষ্ণুপুরের বাঁকাদহে ঢুকে পড়ে। এরপর সোমবার বিষ্ণুপুর,জয়পুর ও বাঁকাদহ জুড়ে প্রচুর মরসুমী সবজি সহ আলুর ক্ষতি করে। তারপর এই হাতির পাল পাঞ্চেৎ বন বিভাগ ছেড়ে উত্তর বন বিভাগের সোনামুখী রেঞ্জের মানিকবাজারে ঢুকে পড়ে।

এদিকে,অসময়ে হাতির পাল ঢুকে পঠায় চিন্তায় পড়েছেন বন দপ্তরের আধিকারিক থেকে গ্রামবাসীরা! এমনিতেই গত কয়েক বছর জেলায় দলমার দামালদের ঢোকা কমেই গিয়েছিল। এক সময় সেপ্টেম্বর মাস থেকে হাতির পাল ঢুকে তা শীতের শেষে অর্থাৎ জানুয়ারীর শেষ থেকে ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহের মধ্যেই জেলা ছেড়ে ফের দলমা পাড়ি দিত। এই অভ্যেস সম্প্রতি কয়েক বছর দেখা যায় নি।তবে,এবার আবার যাওয়ার সীজনে হাতির পালের এই আগমনের উল্টো পুরাণে চাপে পড়ে গিয়েছে বন দপ্তর।

অবশেষে, ফের হাতির পালের আসার পথ দিয়েই, পাল্টা রূপনারায়নে ফিরিয়ে দেওয়ার কৌশল নিয়েছে বন দপ্তর।সেই মতো হাতি তাড়ানোর ড্রাইভ শুরু হবে।

অন্যদিকে, পয়লা মাঘ যারা এখ্যান শিকারে এই অঞ্চলের বনে যাবেন, তারা সাবধান! হাতির গতিবিধির ওপর নজর না রাখলে, বনে হাতির পালের আক্রমণের কবলে পড়ার আশঙ্কা রয়েছে ষোলোআনা বলে, মনে করা হচ্ছে। তাই, বন দপ্তরের বিধি নিষেধ মেনে চলার অনুরোধ রইল সকলের প্রতি।

Next Story