স্বাস্থ্য পরিষেবার হাল ফেরাতে সার্কিট হাউসে স্বাস্থ্য সচিবের বৈঠক। জেলর ৪ সুপার স্পেশালিটি হাসপাতালে মিলছে ৩৯ ডাক্তার। ই প্রেস্ক্রিপশন চালুর প্রস্তাব জেলার সরকারী চিকিৎসা কেন্দ্র গুলিতে।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া জেলা জুড়ে চিকিৎসা পরিষেবার হাল ফেরাতে এবার জেলার চারটি সুপার স্পেশালিষ্ট হাসপাতালে বিভিন্ন বিভাগে নুতন করে ৩৯ জন চিকিৎসক শীঘ্রই কাজে যোগ দেবেন। আজ বাঁকুড়া সার্কিট হাউসে রাজ্যের স্বাস্থ্য সচিব রাজীব সিনহা জেলা প্রশাসনের সব লাইন ডিপার্টমেন্ট ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ও রাজ্যের অন্যান্য সচিবদের সাথে বৈঠকে চিকিৎসক সংক্রান্ত বিষয়ে আলোচনার পর, এই নুতন করে চিকিৎসক পাওয়ার অনুমোদন মেলে বলে বৈঠক শেষে জানান, জেলাশাসক ডাঃ উমা শঙ্কর এস।
এর ফলে, জেলার চারটি সুপার স্পেশালিষ্ট হাসপাতালে চিকিৎসকের অভাব মিটবে। পাশাপাশি, হাল ফিরবে চিকিৎসা পরিষেবারও।
এছাড়াও এদিনের বৈঠকে স্বাস্থ্য কেন্দ্র গুলিতে ই প্রেসক্রিপশন চালু করারও প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
এছাড়াও চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের খারাপ আচরণ, কাজে ফাঁকি দেওয়া ও শৃঙ্খলা ভঙ্গের মতো অভিযোগ উঠলে তার রেকর্ড রাখা ও ঘটনার পুনরাবৃত্তি ঘটলে শাস্তির ব্যবস্থা নেওয়ার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। এছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণে ও চিকিৎসার ক্ষেত্রেও সব চেয়ে বেশী গুরুত্ব দেওয়া হয় এদিনের বৈঠকে।
জেলা শাসক ডাঃউমা শঙ্কর এস জানান, জেলার চিকিৎসা পরিসেবার উন্নতির জন্য এদিন এক গুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে। সেগুলোর বাস্তবে প্রয়োগের জন্য জেলা প্রশাসন নিয়মিত নজরদারির চালাবেন।
প্রসঙ্গত, জেলায় জেলাশাসক হিসেবে যোগ দেওয়ার পর থেকেই জেলার চিকিৎসা পরিসেবার হাল ফেরাতে কোমর বেঁধে নেমে পড়েন এই চিকিৎসক জেলাশাসক। তার এই উদ্যোগে কিছুটা হলেও যদি হাসপাতালের হাল ফেরে তাহলে আখেরে লাভ বাঁকুড়াবাসীর।
#দেখুন ভিডিও।[embed]