জঙ্গলমহল খাতড়া

পশ্চিম মেদিনীপুর থেকে সারেঙ্গায় ঢুকে আলু ও সরষে খেতে হানা ৪০ টি হাতির পালের, ব্যাপক ক্ষতি!

পশ্চিম মেদিনীপুর থেকে  সারেঙ্গায় ঢুকে আলু ও সরষে খেতে হানা ৪০ টি হাতির পালের, ব্যাপক ক্ষতি!
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : পশ্চিম মেদিনীপুর জেলার রামগড় থেকে সারেঙ্গায় প্রায় চল্লিশটি হাতির পাল ঢুকে গিয়ে হানা দিল আলু ও সরষে খেতে। আর এই হানাদারিতে বিঘার পর বিঘা জমির পোখরাজ আলুর নষ্ট করেছে দামালের দল। মাড়িয়ে দিয়েছে সরষে ক্ষেতও। তাই সব খুইয়ে এখন দিশেহারে এলাকার চাষীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢুকে পড়ে এই হাতির দল। এর পরশুক্রবার ভোররাত পর্যন্ত চলে তাদের তান্ডব। রাত পোহালে সকালে ফের কংসাবতী নদী পেরিয়ে হাতির পাল রামগড়ে ফিরে যায় বলে বন দপ্তর সুত্রে জানা গেছে। স্থানীয় বাসিন্দা মঙ্গল দূলে,মহাদেব পাত্র বলেন সবে আলু উঠতে শুরু হয়েছে। এরই মধ্যে আচমকা এভাবে হাতির পাল যে ভাবে আলু নষ্ট করেছে তাতে দিশেহারা এলাকার চাষীরা। অন্যদিকে, সারেঙ্গার বন দপ্তরের রেঞ্জার রাজীব লামা জানান, হাতির হানায় যে ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতি পূরণ পাবেন চাষীরা। পাশাপাশি, হাতির গতিবিধির ওপর নজরদারীর জন্য বন কর্মীদের মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে,গ্রামের মানুষ এই আচমকা হাতির পালের হানাদারিতে আতঙ্কের মধ্যে যে রয়েছেন তা বলাই বাহুল্য।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/today-the-people-of-the-muslim-community-of-the-district-celebrated-the-bishwa-nabi-dibas/img-20191104-wa0003-2/" rel="attachment wp-att-7068">

Next Story