ব্রেকিং নিউজ

বালি মাফিয়ারাজ ঠেকাতে এবার ওন্দায় হানা ভূমি দপ্তরের, বাজেয়াপ্ত ৬ টি জেসিবি মেশিন।

বালি মাফিয়ারাজ ঠেকাতে এবার ওন্দায় হানা ভূমি দপ্তরের, বাজেয়াপ্ত ৬ টি জেসিবি মেশিন।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ওন্দা জুড়ে অবৈধ ভাবে রীতিমতো জেসিবি মেশিন ব্যবহার করে রমরমিয়ে চলছিল বালি তোলার কারবার!

অবশেষে, অভিযোগ পেয়ে ভূমি দপ্তর হানা দিয়ে পর্দা ফাঁস করল এই অবৈধ বালি কারবারের!পাশাপাশি, বাজেয়াপ্ত করল ৬টি জেসিবি মেশিন।

যদিও,এই বেআইনি বালি তোলার কাজে যুক্ত লোকজন কে পাকড়াও করা যায়নি। তার রাতের অন্ধকারে ছুটে গা ঢাকা দেয়। শুক্রবার মাঝ রাত থেকে শনিবার ভোর পর্যন্ত ওন্দা ব্লকের গামিদ্যা,সাবানপুর এলাকার দ্বারকেশ্বর নদের চরে হানা দিয়ে জেলা ভূমি দপ্তরের আধিকারিকরা এই বড়োসড়ো সাফল্য পেলেন।

অভিযোগ, রাজনৈতিক ক্ষমতার অপপ্রয়োগ করে এক শ্রেণীর পুলিশ ও ভূমি দপ্তরের কর্মীদের সাথে আঁতাত করে, এই অবৈধ বালির কারবার চালাচ্ছিল বালি মাফিয়ারা।

যার জেরে, নদীর পাড় ভাঙ্গনের যেমন আশঙ্কা বাড়ছিল,তেমনি নদী অববাহিকায় চাষযোগ্য জমিরও ক্ষয়,ক্ষতি হচ্ছিল। এছাড়াও এর ফলে, নদীর গতিপথ পরিবর্তনে বর্ষার মরসুমে বন্যার আশঙ্কাও করছিলেন স্থানীয়রা।

কিন্তু, প্রশাসনিক স্তরে অভিযোগ জানিয়েও কাজ হয়নি!

সম্প্রতি,অবৈধ বালির কারবার ঠেকাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরও জেলায় বালি মাফিয়াদের দাপট অব্যাহত থাকায় সংবাদ মাধ্যমে খবর হওয়ার পর চাপ বাড়ে প্রশাসনেরও!

দিন কয়েক আগে বিষ্ণুপুরে বালির লরি থেকে পুলিশের তোলাবাজির প্রতিবাদে, আম জনতার বিক্ষোভে উত্তাল হওয়ার ঘটনার জেরে, টনক নড়ে জেলা প্রশাসনের।

তাই, ওন্দায় অভিযোগ পেয়েই আর কাল বিলম্ব না করে, অভিযানে নেমে পড়ে ভূমি দপ্তর।

মেলে বড়োসড়ে সাফল্যও।

সেই সাথে বালি মাফিয়া রাজ বন্ধে জেলা প্রশাসন যে আন্তরিক, তার নজীর হিসেবেও এই "অভিযানকে"- তুলে ধরতে সমর্থ হল জেলার ভূমি দপ্তর বলেও মনে করছে জেলার ওয়াকিবহাল মহল।

#দেখুন ভিডিও।[embed]

Next Story