Home > ব্রেকিং নিউজ > ভর্তির একদিন পরই কোভিড নেগেটিভ,ছাতনার আক্রান্ত ১২ জনের মধ্যে ৮ জন হাসপাতাল থেকে ছাড়া পেলেন।
ভর্তির একদিন পরই কোভিড নেগেটিভ,ছাতনার আক্রান্ত ১২ জনের মধ্যে ৮ জন হাসপাতাল থেকে ছাড়া পেলেন।
BY Bankura 24x728 May 2020 10:32 PM IST

X
Bankura 24x728 May 2020 10:32 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ছাতনায় করোনা আক্রান্তের ১২ জনের মধ্যে আজ ৮ জন দুর্গাপুরের সনকা হাসপাতাল থেকে ছাড়া পেলেন। এই ৮ জনেরই ফের আরও একবার পরীক্ষা করায় কোভিড নেগেটিভ ফল মেলে, এবং সবাই সুস্থ থাকায় এক লপ্তে ৮ জনকে ছুটি দিয়ে দেয় সনকা হাসপাতাল। এই ৮ জনের মধ্যে একজন মহিলা আছেন বলে জানা গেছে। এদিকে ভর্তির একদিন পরই এরা সবাই ছাড়া পেলেন। এ-ই ৮ জন সহ ১২ জনেরই বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড টেস্টিং ল্যাবে করোনা পজেটিভ ধরা পড়ে। তার পরই সারা জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই এক লপ্তে ৮ জনের নেগেটিভ ফল মিলল।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]
Next Story