ব্রেকিং নিউজ

উত্যক্ত করার জের,প্রকাশ্যে পুলিশের সামনেই এক যুবক কে বেদম জুতো পেটা ছাত্রীর! #দেখুন 🎦 লাইভ ভিডিও।

উত্যক্ত করার জের,প্রকাশ্যে পুলিশের সামনেই এক যুবক কে বেদম জুতো পেটা ছাত্রীর! #দেখুন 🎦 লাইভ ভিডিও।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এক ছাত্রী কে স্কুল ও টিউশন যাওয়া-আসার পথে প্রায় দিনই উত্যক্ত করত এক যুবক। অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙ্গল ওই ছাত্রীর। বাগে পেয়ে চলল প্রকাশ্য রাস্তায় বেদম জুতো পেটা।

নিজের পা থেকে জুতো খুলে, বেশ কিছুক্ষণ ধরে চলে ওই ছাত্রীর জুতো পেট পর্ব। খবর পেয়ে, পুলিশ এলে, পুলিশের সামনেও ছাত্রীটি জুতো পেটা করতে থাকে। আর প্রচুর লোকের ভীড় জমে যায় তা দেখার জন্য। পুলিশও নিজের ক্ষমতা জাহির করতে যুবকটিকে চুলমুঠি ধরে বেদম মারতে থাকে। আর তা উৎসাহী জনতার মোবাইল ক্যামেরায় বন্দিও হয়ে যায় নিমেশে। রাতারাতি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে সেই ছবি। এরপরই পুলিশের ভুমিকা নিয়ে জোর সমালোচনা ওঠে সোস্যাল মিডিয়ায়।

জেলার গঙ্গাজলঘাটি থানার বেনাগাড়ি গ্রামের ঘটনা। পুলিশ অভিযুক্ত যুবক সঞ্জয় বন্দ্যোপাধ্যায় ঘটনা স্থল থেকে ধরে নিয়ে গেলেও ছাত্রীর পক্ষ থেকে থানায় কোন লিখিত অভিযোগ দায়ের না হওয়ায়, ওই যুবক কে পরে ছেড়ে দেয় পুলিশ।

#দেখুন 🎦 লাইভ ভিডিও।[embed] href="https://www.bankura24x7.com/suvendus-remedies-for-recovery-of-tmc-organisation-at-bishnupur/img-20190604-wa0032/" rel="attachment wp-att-5266">

Next Story