জঙ্গলমহল খাতড়া

স্ত্রী, দুই কন্যা থাকার পরও ফের দ্বিতীয় বিয়ে, প্রথম পক্ষের স্ত্রীর অভিযোগে, শ্রী ঘরে নব দম্পতি !

স্ত্রী, দুই কন্যা থাকার পরও ফের দ্বিতীয় বিয়ে, প্রথম পক্ষের স্ত্রীর অভিযোগে, শ্রী  ঘরে নব দম্পতি  !
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : স্ত্রী ও দুই কন্যাসন্তান থাকার পরও দ্বিতীয়বার বিয়ে করার দায়ে শ্রীঘরে ঢুকতে হল এক যুবক ও তার দ্বিতীয় স্ত্রীকে।

বাঁকুড়ার হিড়বাঁধে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম অভয় রায় ও পূর্নিমা রায়।

আজ, খাতড়া মহকুমা আদালতে এদের তোলা হলে, দুজনকেই সাত দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন বিচারক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,বাঁকুড়ার হিড়বাঁধ থানার তিরশুলিয়া গ্রামের অভয় রায়ের সাথে ভোজদা গ্রামের পায়েলের বিয়ে হয় ২০১২ সালে।তাদের দুটি কন্যাসন্তানও আছে।

পায়েলের বাপেরবাড়ির অভিযোগ, বিয়ের পর পরই তাদের মেয়ের উপর অত্যাচার চালাত অভয়। একাধিকবার মিমাংসা করলেও মারধরের হাত থেকে রেহাই মেলেনি পায়েলের।

পেশায় ঠিকাশ্রমিক অভয়ের বিরুদ্ধে এবার লুকিয়ে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠল।

পুরুলিয়া জেলার পুঞ্চা থানা এলাকার বাসিন্দা পূর্ণিমা কে বিয়ে করে বৃহস্পতিবার রাতে বাড়িতে ঢুকলে অশান্তি চরমে ওঠে।

প্রতিবাদ করায় প্রথম স্ত্রী পায়েল কে বেধড়ক মারধর করা হয়। প্রণ নিয়ে কোনক্রমে বাপের বাড়ী ফিরে আসেন পায়েল দেবী।

এরপর, শুক্রবার স্বামীর বিরুদ্ধে হিড়বাঁধ থানায় অভিযোগ দায়ের করেন পায়েল রায়। তার ভিত্তিতে অভিযুক্ত অভয় রায় সহ তার নতুন স্ত্রী পূর্নিমা কে গ্রেফতার করে পুলিশ।

শনিবার তাদের তোলা হয় খাতড়া মহকুমা আদালতে।দুজনকেই ৭ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

শনিবার, নিজের বাপের বাড়িতে থেকে বাঁকুড়া২৪X৭ কে পায়েল দেবী জানান, বৃহস্পতিবার রাতে এক বিবাহিত মহিলাকে নিয়ে বাড়িতে ঢোকেন স্বামী। প্রতিবাদ করলে আমাকে মারধর করা হয়।ঘটনার কথা আমি আমার বাপের বাড়ির লোকজনকে জানাই ।এরপর তাদের সঙ্গেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করি।

খাতড়ার এস ডি পি ও বিবেক বর্মা বলেন, থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Next Story