ইন্দপুরে ডাম্পারের সাথে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত তিন যুবক।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ডাম্পারের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তিন বাইক আরোহী যুবকের। শুক্রবার বিকেলে এই মর্মান্তিক পথ দূর্ঘটনাটি ঘটে জেলার ইন্দপুর থানা এলাকার ডাঙ্গারামপুরের কাছে।মৃতরা হলেন ইন্দপুর থানার গোলকপুর গ্রামের বাসিন্দা গঙ্গাধর তন্তুবায়(৩২), অনুভব বন্দ্যোপাধ্যায়(১৯) এবং আসবেড়িয়া গ্রামের বিশ্বজিৎ বায়েন(২৪) বলে জানিয়েছে ইন্দপুর থানার পুলিশ। গঙ্গাধর ও বিশ্বজিতের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। অনুভব বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পথে মারা যায়। ঘটনার পর কিছুক্ষন স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান।পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ডাম্পারটিকে আটক করা গেলেও তার পলাতক বলে জানিয়েছেন ইন্দপুর থানার পুলিশ।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]