Home > নজরে ভোট > #Election Breaking News: প্রচন্ড গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি এক ভোট কর্মী।
#Election Breaking News: প্রচন্ড গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি এক ভোট কর্মী।
BY Bankura 24x711 May 2019 6:04 PM IST

X
Bankura 24x711 May 2019 6:04 PM IST
#Election Breaking News : প্রচন্ড গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হলেন এক ভোট কর্মী। তার নাম আনন্দ সরকার। তিনি ইন্দাসের বাসিন্দা। তাকে অসুস্থ অবস্থায় বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আনন্দ বাবুর বড়জোড়য় ভোটের ডিউটি পড়েছিল। খ্রিস্টান কলেজে ইভিএম ডিস্ট্রিবিউশন সেন্টারে তিনি অসুস্থ হন বলে জানা গেছে। অন্যদিকে, আনন্দ বাবুর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ।
Next Story