মেজিয়া-বড়জোড়া শিল্পাঞ্চল

বাঁকুড়ায় একদিনে রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত,বড়জোড়ার দুই পুলিশ ব্যাটেলিয়ানে সমানে বাড়ছে আক্রান্তের হার।

বাঁকুড়ায় একদিনে রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত,বড়জোড়ার দুই পুলিশ ব্যাটেলিয়ানে সমানে বাড়ছে আক্রান্তের  হার।
X

#BiG COVID BREAKING : বাঁকুড়ায় একদিনে রেকর্ড সংক্রমণ ছড়াল। একদিনেই করোনা আক্রান্ত হলেন ৪৫ জন। যার ফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা এবার ৫০০ কাছাকাছি। স্বাস্থ্য দপ্তরের হিসেবে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৮৮ জন। এদিকে, নুতন করে করোনা থেকে সুস্থ হয়ে উঠলেন ১৩ জন। যার ফলে জেলায় মোট সেরে ওঠার সংখ্যা দাঁড়াল ৩৬০ জনে। আর জেলায় এখন সক্রিয় আক্রান্ত আছেন ১২৮ জন। আজকের কোভিড বুলেটিন থেকে ২৪ জুলাইয়ের নিরিখে এই তথ্য মিলেছে। প্রসঙ্গত এই ব্যাপক হারে সংক্রমণ ঠেকাতেই আগামী কাল বিকেল ৫ টা থেকে জেলার তিন পুর শহরে লকডাউন শুরু হচ্ছে। তা আপাতত চলবে ৩০ জুলাই পর্যন্ত। অন্যদিকে, জেলার বড়জোড়ার রাজ্য পুলিশের সসস্ত্র বাহিনীর ১৩ নাম্বার ব্যাটেলিয়ান ও এখানকার এস আর,আই,বি ব্যাটেলিয়ান মিলে গতকাল অন্তত ২৫ আন্তত হয়ে ছিলেন বলে খবর মিলেছিল।আজ নুতন করে করোনা পজেটিভ হয়েছেন আরও ১০ জন বলে জানা গেছে। আর বাকী জওয়ানদের এখনও রিপোর্ট আসেনি।এর জেরে বড়জোড়া এলাকায় টানা লকডাউনের সিদ্ধান্ত নিতে পারে প্রশাসন এমনটা মনে করা হচ্ছে। ইতি মধ্যে স্থানীয় স্তরে বড়জোড়া বাজার দু দিন বন্ধ রাখার কথা ঘোষনা করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। এর পর পুরো ব্যাটেলিয়ানে করোনা সংক্রমণ ছড়ালে পরিস্থিতি আরও জটিল হবে বলে মনে করা হচ্ছে। এই দুই ব্যাটেলিয়ানে ৮০০ এরও বেশী জওয়ান আছে বলে সূত্রের খবর।

#দেখুন 🎦 ভিডিও।[embed] href="https://www.bankura24x7.com/mp-subhas-sarkars-press-conference-on-the-controversy-of-collecting-samples-of-the-covid-test-at-the-bjps-election-office-sarkars-press-conference-on-the-controversy-of-collecting-samples-of-th/img_20200717_130232/" rel="attachment wp-att-9914">

Next Story