অভাব অভিযোগ পাড়ায় পাড়ায়

অভাব অভিযোগ পাড়ায় পাড়ায় : রাইপুরে সেতুর ফুটপাত মোবাইল কোম্পানীর কেবলের পাইপ লাইনের দখলে ! সমস্যায় পথচারীরা। অভিযোগ জানাচ্ছেন রঞ্জিত মহাপাত্র।

অভাব অভিযোগ পাড়ায় পাড়ায় : রাইপুরে সেতুর ফুটপাত মোবাইল কোম্পানীর কেবলের পাইপ লাইনের দখলে ! সমস্যায়  পথচারীরা। অভিযোগ জানাচ্ছেন রঞ্জিত মহাপাত্র।
X

#অভাব অভিযোগ পাড়ায়,পাড়ায় : আজকে সকাল বেলায় রাইপুরের গোবিন্দ প্রসাদ সিংহ সেতুর উপরেই একটি বেসরকারী মোবাইল কোম্পানীর কেবল লাইনের পাইপলাইন পথচলতি সাধারণ মানুষের ব্যবহারের জন্য রাখা ফুটপাতের উপরেই পেতে দেওয়ায় সেতুর ফুটপাত সঙ্কীর্ণ হয়ে পড়েছে। তাছাড়া,রাতে পথ চলতি মানুষজনও পাইপ লাইনে হোঁচট খেয়ে বিপদের মধ্যে পড়তে পারেন।

এভাবে, এক, এক করে সব মোবাইল কোম্পানী যদি কেবল লাইনের বড় পাইপ পর,পর বিছিয়ে দেয়, তাহলে, ফুটপাতে পা ফেলার আর জায়গা থাকবেনা। ফলে, বাধ্য হয়ে সেতুর মূল রাস্ত দিয়ে বিপদের ঝুঁকি নিয়ে পারাপার করতে হবে আম জনতাকে,! আর প্রাসঙ্গিকতা হারাবে ফুটপাতটিও!

যদিও মোবাইল সংস্থার দাবী, তারা নাকি পি,ডাব্লিউ, ডি'র প্রয়োজনীয় অনুমতি নিয়ে এই কাজ করছেন। এর অনুমতি আদৌ পি ডাব্লুিউ ডি দিয়েছে কিনা?

বা দিতে পারে কিনা? তা খোলসা করতে জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করছি।

আমার মনে হয় যদি সেতুর তলা দিয়ে ক্ল্যাম আটকে, বা সেতুর পথের বাইরের দিকে দেওয়াল বরাবর এই পাইপ লাইন বসানো হত তাহলে সাধারণ মানুষের অসুবিধা হত না।

এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি,বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ একটু তাড়াতাড়ি যেন নেওয়া হয় তার আবেদন রাখছি। তা না হলে,আগামী দিনে বড় দুর্ঘটনা ঘটলে,তার সম্পূর্ণ দায় তাঁদেরকেই নিতে হবে। পাশাপাশি, মাননীয় জেলাশাসকেরও দৃষ্টি আকর্ষণ করছি যেন, দ্রুত সমস্যার সমাধান হয়।

এলাকার সাধারণ মানুষ সহ

রঞ্জিত মহাপাত্র,

রাইপুর,বাঁকুড়া।

Next Story