নজরে ভোট

নাম না করে সৌমিত্র কে বালি চোর বলে কটাক্ষ অভিষেকের!

নাম না করে সৌমিত্র কে বালি চোর বলে কটাক্ষ অভিষেকের!
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বিষ্ণুপুর লোকসভা আসনে বিজেপি যে, সদ্য তৃণমুল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সোমিত্র খাঁকেই তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী করবে এমনাটা ধরে নিয়েই তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া জেলার পর্যবেক্ষক,তথা যুব নেতা আভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সোনামুখীর রামপুর হাইস্কুল মাঠে দলীয় কর্মী সভায় সোমিত্রকে আগাগোড়া আক্রমণ শানান।এমন কি নাম না করে সৌমিত্র কে ইঙ্গিত করে বালি চোর বলেও কটাক্ষ করতে ছাড়েন নি! এবং সৌমিত্র কে দু লাখের ও বেশি ভোটের ব্যবধানে হারানোর চ্যালেঞ্জও ছুঁড়ে দেন তিনি।পাশাপাশি, দলের নেতা থেকে কর্মী,সমর্থকদের নির্দেশ দেন নির্বাচন কমিটির কথা মতো ভোটের যাবতীয় লড়াইয়ের রূপরেখা তৈরি করতে হবে।কোনও ভাবেই গোষ্ঠীবাজীকে যে প্রশয় দেওয়া হবে না তাও এদিন ইঙ্গিতে বুঝিয়ে দেন এই যুব নেতা।

#দেখুন 🎦ভিডিও👇[embed] href="https://www.bankura24x7.com/shaping-light-lets-2d-microscopes-capture-4d-data-by-bankuras-chayan-dutta/img-20190222-wa0013/" rel="attachment wp-att-3698">

Next Story