ব্রেকিং নিউজ

বাপের বেটা হলে লড়ে দেখাও, ওন্দার সভা থেকে সৌমিত্র খাঁ কে চ্যালেঞ্জ অভিষেকের।

বাপের বেটা হলে লড়ে দেখাও, ওন্দার সভা থেকে সৌমিত্র খাঁ কে চ্যালেঞ্জ অভিষেকের।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাপের ব্যাটা হলে কোর্টেই হোক আর ভোটে লড়াই করে দেখাক। বাঁকুড়ার ওন্দায় তৃণমূলের জনসভা থেকে সদ্য তৃণমুল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সাংসদ সৌমিত্র খাঁকে এভাবেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সৌমিত্র খাঁকে হুমকি র সুরে বলেন প্রাণ যায় যাবে,কেও অপমানিত করলে, বা কলুষিত করলে তাকে ছেড়ে কথা বলা হবেনা।

তিনি বলেন, দলত্যাগী সাংসদ তার বিরুদ্ধে কোর্টে দেখে নেওয়ার কথা বলেছিল,কিন্তু তার জেনে রাখা উচিত তার পিতামহ মুকুল রায় থেকে কৈলাশ বিজয়বর্গীয় এমনকি অমিত শাহকে কোর্টে ঘোল খায়িয়েছেন তিনি। এবার সৌমিত্রকেও ছেড়ে কথা বলবেননা। পাশাপাশি, সৌমিত্র কে শ্বশুর 'ঘর জামাই' থাকার পরামর্শ দিয়ে লোকসভায় তার শ্বশুরবাড়ির অসুবিধার কথা তুলে ধরার প্রসঙ্গ টেনে কটাক্ষও করেন তৃণমূল যুবনেতা অভিষেক।

এছাড়া, যোগী আদিত্য থেকে নরেন্দ্র মোদী সবাইকে এক হাত নিন তিনি বলেন, ইডি,সিবিআইয়ের ভয় দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কে দমিয়ে রাখা যাবেনা। এদিন মঞ্চ থেকে বিজেপিকে হটানোরও ডাক দেন তিনি।

এই সভা মঞ্চে জেলার সেনামুখীর এক সময়ের দাপুটে সিপিএমের নেতা ও প্রাক্তন জোনাল সম্পাদক শেখর ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক নরেশ বাগ্দী,এক সোনামুখি পুর সভার নির্দল প্রাক্তন কাউন্সিলার সাগর চট্টোপাধ্যায়, ও কামরুল মন্ডল তাদের কর্মী এবং সমর্থকদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

#দেখুন 🎦ভিডিও👇[embed]

Next Story