Home > জঙ্গলমহল খাতড়া > জেলায় জঙ্গল মহলে ভোট প্রচারে, রাজ্যের 'মাও দমনের' সাফল্যকেই হাতিয়ার করলেন অভিষেক।
জেলায় জঙ্গল মহলে ভোট প্রচারে, রাজ্যের 'মাও দমনের' সাফল্যকেই হাতিয়ার করলেন অভিষেক।
BY Bankura 24x78 April 2019 7:17 PM IST
X
Bankura 24x78 April 2019 7:17 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়ের সমর্থনে জেলার জঙ্গল মহলের হীড়বাঁধের ভুবনডিহি মাঠে নির্বাচনী জন সভায় ভোট প্রচারে, জঙ্গল মহলে গত আট বছরে শান্তির বাতাবরন বজায় রাখাকেই হাতিয়ার করলেন তৃণমূল যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আজ বলেন, ঝাড়খন্ড,ওড়িশা ছত্তিসগড় রাজ্যে মাও নাশকতা অব্যাহত থাকলেও বাংলায় তা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় সারা দেশে মাও দমনে সারা দেশে পশ্চিমবঙ্গ কে "মডেল" হিসেবে তুলে ধরেছেন। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে জঙ্গল মহলে আর রক্তপাত ঘটেনি। এছাড়াও নরেন্দ্র মোদীকেও এক হাত নেন এই যুব নেতা।
#দেখুন🎦 ভিডিও। 👇[embed]
Next Story