জঙ্গলমহল খাতড়া

পাঁচ বছর বালি আর বৌ নিয়েই কাটিয়েছে, কাজ করেনি! এই ভাষাতেই সৌমিত্র কে কটাক্ষ অভিষেকের।

পাঁচ বছর বালি আর বৌ নিয়েই কাটিয়েছে, কাজ করেনি! এই ভাষাতেই সৌমিত্র কে কটাক্ষ অভিষেকের।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (বলরাম চক্রবর্তী, জয়পুর) : "পাঁচ বছর খালি বালি আর বৌ নিয়েই বসেছিল, কোনো কাজ করেনি, তাই দিল্লীতে শ্যামল সাঁতরা যাক, আর এখানকার বিজেপি প্রার্থী শ্বশুর বাড়িতেই থাকুক "–আজ এই ভাষাতেই নাম না করে বিজেপির বিষ্ণুপুর কেন্দ্রের প্রার্থী সৌমিত্র খাঁকে কটাক্ষ করলেন যুব তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। জয়পুরের গোকুলনগর স্টেশন লাগোয়া মাঠে দলীয় প্রার্থী শ্যামল সাঁতরার সমর্থনে নির্বাচনী জন সভায় তিনি মোদী সরকারের বিরুদ্ধেও তোপ দাগেন। এমন কি বিজেপি,সিপিএম ও কংগ্রেসের জামানত জব্দেরও ডাক দেন তিনি।

#দেখুন 🎦 ভিডিও👇[embed] href="https://www.bankura24x7.com/bishnupur-tmc-candidates-vote-campaign/img-20190222-wa0013-2/" rel="attachment wp-att-3983">

Next Story