ব্রেকিং নিউজ

১৯শে জানুয়ারীর বিগ্রেডের সভায় কংগ্রেসকে ব্রাত রেখেই বিজেপি বিরোধী জোট গড়ার ইঙ্গিত অভিষেকের!

১৯শে জানুয়ারীর বিগ্রেডের সভায় কংগ্রেসকে ব্রাত রেখেই বিজেপি বিরোধী জোট গড়ার ইঙ্গিত অভিষেকের!
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আগামী ১৯ শে জানুয়ারীর তৃণমূলের বিগ্রেডের সভায় কংগ্রেসকে বাদ দিয়ে তৃতীয় জোট গঠনের ইঙ্গিত দিলেন যুব তৃণমুলের সর্ব ভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিনি, আজ বাঁকুড়ার ছাতনায় বামুনকুলি ফুটবল ময়দানে জাতীয় কংগ্রেসকে আদর্শহীন,নীতিহীন,

নৈতিকতাহীন দলের তকমা দিয়ে এক হাত নেন। তিনি আরও বলেন,কংগ্রেস দল ভেঙ্গে হাজার,হাজার নুতন দল হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়া তৃণমূল কংগ্রেস আদর্শে অটল রয়েছে।

১৯শে জানুয়ারীর বিগ্রেডের সভায় সর্ব ভারতীয় বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আসবেন।

মূলত বিজেপি বিরোধী জোটের দিশা নির্ণয় হবে এই মঞ্চ থেকে। তার আগে, কংগ্রেসকে আদর্শহীন দলের তকমা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে একপ্রকার কংগ্রেসকে জোটে ব্রাত রেখে দেওয়ার ইঙ্গিত দিয়ে রাখলেন বলে, মনে করছে রাজনৈতিক মহল।পাশাপাশি, রাম নিয়ে রাজনীতি করার পাপেই বিজেপির এই ভরাডুবি বলে কটাক্ষ করে তিনি বলেন মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিসগড় এই হিন্দু প্রাভাবিত তিন রাজ্যের হিন্দু ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছে।

ফলে ১৮ তেই মোদীর ঘুড়ি ভোকাট্টা হয়ে গেছে। তারা গরু নিয়ে ভোট বৈতরনী পার হতে চেয়েছিলেন কিন্তু তাদের ধারনা ছিল না যে গরু ভোট দেয় না,গরু দুধ দেয়!আর এবার এই গরুই ১৯শের ভোটে বিজেপির মুখে গোবর লেপে দেবে বলেও নরেন্দ্র মোদীর দলকে কটাক্ষ করেন।

#দেখুন ভিডিও।[embed]

Next Story