মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস কান্ডের প্রতিবাদে পথে নামল এবিটিএ।
BY Bankura 24x723 Feb 2019 2:57 PM GMT

X
Bankura 24x723 Feb 2019 2:57 PM GMT
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন: মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায় স্বীকার করে শিক্ষামন্ত্রী ও পর্ষদ সভাপতির পদত্যাগের দাবীতে বাঁকুড়া এবিটিএ-এর সদস্যরা প্রতিবাদ মিছিলে সামিল হলেন।
পাশাপাশি, মধ্যশিক্ষা পর্ষদের নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা এবং সুষ্ঠুভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষা পরিচালনারও দাবী তোলা হয়। এদিন, সমিতির জেলা শাখা মিছিলের পর পথসভাও করে। স্কুলডাঙ্গা থেকে মিছিল শুরু হয়ে সুভাষ রোড হয়ে রানিগজ্ঞ মোড়,মাচানতলা পর্যন্ত মিছিল পরিক্রমা করে।পথসভায় বক্তব্য রাখেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকুমার পাইন, জেলা শাখার সহ সম্পাদক আশিস পান্ডে, সহ সভানেত্রী অস্মিতা দাশগুপ্ত প্রমুখ।
Next Story