ইসলামপুরের ঘটনার প্রতিবাদে পথে নামল এবিটিএ, তোলা হল দোষীদের শাস্তির দাবীও।
BY Bankura 24x721 Sept 2018 7:26 PM IST
X
Bankura 24x721 Sept 2018 7:26 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ইসলামপুরের দাড়িভিট হাইস্কুলের ঘটনার প্রতিবাদে পথে নামল বামপন্থী শিক্ষক সংগঠন এবিটিএ।
এদিন প্রতিবাদ মিছিলে সামিল হন সংগঠনের শিক্ষক,শিক্ষিকারা। পাশাপাশি,শহরের প্রাণকেন্দ্র মাচানতলার আকাশ মুক্ত মঞ্চে প্রতিবাদ সভাও করা হয়। এই, মঞ্চ থেকে দোষীদের গ্রেপ্তার সহ শাস্তিরও দাবী তোলা হয়।
ধিক্কার জানান হয় শিক্ষাঙ্গনে পুলিশের অভিযানের ঘটনাকে। বক্তারা, এই ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনা করার পাশাপাশি, পুরো ঘটনার দায় মধ্যশিক্ষা পর্ষদের ওপর চাপিয়ে দোষীদের শাস্তি চেয়ে সরব হন।
Next Story