জঙ্গলমহল খাতড়া

রতনপুরে মোটর বাইক দূর্ঘটনায় গুরুতর আহত চিত্র সাংবাদিক তাপস সেন। আশঙ্কাজনক আবস্থাতে তাকে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রতনপুরে মোটর বাইক দূর্ঘটনায় গুরুতর আহত চিত্র সাংবাদিক তাপস সেন। আশঙ্কাজনক আবস্থাতে তাকে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
X

#BREAKINGNEWS : #বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : শহরের রবীন্দ্র সরণিতে পথ দূর্ঘটনায় গুরুতর আহত হলেন এক সাইকেল আরোহী। একটি যাত্রীবাহী বাসের সামনের চাকার তলায় চাপা পড়েযান তিনি।সাথে,সাথে তাকে উদ্ধার করে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার বাঁ পায়ের আঘাত গুরুতর বলে জানা গেছে।

#দেখুন 🎦 ভিডিও 👇[embed] href="https://www.bankura24x7.com/abhishek-declared-marathon-campaign-program/img-20190318-wa0021/" rel="attachment wp-att-4021">

Next Story