সাতমাস পর পাড়ায় ফিরে ক্লাবে ক্যারাম খেলে,চায়ের ঠেকে চুটিয়ে আড্ডা দিয়ে পুরানো ছন্দে সাংসদ সৌমিত্র।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (অভিজিৎ ঘটক,দূর্লভপুর) : প্রায় মাস সাতেক নিজের পাড়ার পা মাড়াতেই পারেন নি! হাইকোর্টের নির্দেশে জেলায় ঢোকা বারন ছিল তার।অবশেষে সেই নিষেধাজ্ঞা উঠতেই পাড়ার ছেলে পাড়ায় ফিরে পুরানো ছন্দে চুটিয়ে খেললেন ক্যারাম, চলল চায়ের ঠেকে আড্ডা, বন্ধুদের সাথে হৈ হুল্লোড়!
হ্যাঁ,বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ রবিবার জেলায় রাজনৈতিক
কর্মসুচী সেরে সন্ধ্যেতেই ফেরেন নিজের পাড়ায়। পাড়ার মন্দিরে প্রণাম সেরেই এক ছুটে দূর্লভপুর মিতালী সংঘে পুরানো মেজাজে ক্যারাম খেলায় মজেন। সাথে ছিলেন স্ত্রী সুজাতাও। আর বন্ধু সৌমিত্র কে কাছে পেয়ে খুশী নাড়ু গোপাল, কৃপাসিন্ধু, সৌমেন বা দীপক,বিশ্বনাথরাও। তাদের সাথে চুটিয়ে চায়ের ঠেকে আড্ডাও চলে।
সৌমিত্রও অনেকদিন পর নিজের পাড়ার ক্লাবে পা রাখতে পেরে খুশী। তিনি বলেন, এই নিজের পাড়া,নিজের ক্লাবে পুরানো ছন্দে ফিরে আসার অনুভূতির মধ্যে যে পরিতৃপ্তি মেলে তা বলে বোঝানো যায় না। তবে, দীর্ঘদিন পর বাড়ী ফেরা,ক্লাবের আড্ডা, চায়ের ঠেক যান আজ আরও তরতাজা করে তুলল সৌমিত্র কে এমনটাই জানালেন তিনি।
আর দীর্ঘদিন না দেখতে পেয়ে বাড়ীর পোষ্য কুকুরটিও তার কাছে এতদিনের বকেয়া আদর আদায় করেই ছাড়ল।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]