খেলা

সান্দাকফু অভিযানে সাফল্যের পর নিয়মিত পর্বত অভিযানের কর্মসূচি নিচ্ছে এক্সপ্লোরেশন নেচার একাডেমি।

সান্দাকফু অভিযানে সাফল্যের পর নিয়মিত পর্বত অভিযানের কর্মসূচি নিচ্ছে এক্সপ্লোরেশন নেচার একাডেমি।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সান্দাকফু শৃঙ্গ জয় করে জেলায় ফিরল বাঁকুড়া এক্সপ্লোরেশন নেচার একাডেমির ৮ অভিযাত্রী। একাডেমির ২৫ বছর পূর্তি কে স্মরণে রাখতে এই কর্মসূচি নেওয়া হয় বলে জানান একাডেমির সম্পাদক গৌতম মুখোপাধ্যায়। তিনি বলেন,এই সাফল্যের পর, এবার থেকে নিয়মিত অভিযানে যাবে আমাদের একাডেমির সদস্যরা।

রাজ্যের সর্ব্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু (৩৬৬৫ মিটার) ও একইসাথে ফালুট (৩৬০৬ মিটার) শৃঙ্গের সফল অভিযানে এই আটজনের দলের নেত্রী ছিলেন সুপ্রীতি পাল। এছাড়া দলের অন্যান্যদের মধ্যে ছিলেন,বাঁকুড়া মেড়িকেল কলেজ হাসপাতালের সুপার বরিষ্ঠ অভিযাত্রী ডাঃ গৌতম নারায়ণ সরকার। ডাঃ সরকার ২০১৬ সালে জেলার এভারেস্ট জয়ী মৃত অভিযাত্রী সুভাষ পালের সাথেও এভারেস্টের বেস ক্যাম্পে সঙ্গী হিসেবে ছিলেন। এবারও বয়সকে উপেক্ষা করে এই ঝুঁকি পূর্ণ অভিযানে সামিল হয়ে নজীর গড়লেন তিনি।

আর বাকী সদস্যরা হলেন,রাজীব হাজরা,অরুপ পাত্রকর্মকার, মিলন পতি,দীপ কুম্ভকার, আলিমুদ্দিন,সেখ হায়দার আলী প্রমুখ।

বাঁকুড়ায় ফেরার সাথে,সাথে এই অভিযাত্রী দলটিকে স্বাগত জানাতে বাস স্ট্যান্ডে হাজির ছিলেন একাডেমির সদস্য ও কর্মকর্তারা। একাডেমির কর্মকর্তা অপূর্ব ভকত জানান,সাধারণত সান্দাকফু অভিযানে ৭দিন সময় লাগে কিন্তু আমাদের এই অভিযাত্রী দলটি পারদর্শিতার সাথে মাত্র ৫ দিনেই সান্দাকফু শৃঙ্গ জয় করে।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/shushuniyas-rina-got-ei-samay-swayangsiddha-samman-by-bringing-children-in-the-backdrop-of-education-in-the-area/img-20191019-wa0015_640x480_800x600_1280x960_1600x1200/" rel="attachment wp-att-6884">

Next Story