ব্রেকিং নিউজ

বেলিয়াতোড়ে সুধীর গরাই হত্যায় অভিযুক্তদের ফাঁসির দাবীতে গ্রামে মিছিল,থানায় চড়াও হয়ে বিক্ষোভ গ্রামবাসীদের।

বেলিয়াতোড়ে সুধীর গরাই হত্যায় অভিযুক্তদের ফাঁসির দাবীতে গ্রামে মিছিল,থানায় চড়াও হয়ে বিক্ষোভ গ্রামবাসীদের।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বেলিয়াতোড়ে সুধীর গরাই খুনের ঘটনায় দোষী ব্যক্তিদের ফাঁসির দাবীতে গ্রামের বাসিন্দারা রবিবার বিকেলে মিছিল করে, বেলিয়াতোড় থানায় চড়াও হয়ে, ফের বিক্ষোভে সামিল হল।

প্রায় তিন শতাধিক গ্রামবাসী আজকের এই প্রতিবাদ মিছিলে যোগ দেন।। যাদের মধ্যে সিংহভাগ ছিলেন মহিলা।

মিছিলের পুরোভাগে ছোট্ট সন্তান কে নিয়ে আন্দোলনের নেতৃত্ব দেন মৃত সুধীরের স্ত্রী ঝুম্পা দেবী।

প্রসঙ্গত,মহালয়ার আগের দিন বন্ধুদের সাথে ফিস্ট করতে গিয়ে, একটি বাড়ীর ছাদ থেকে পড়ে, রহস্যজনক ভাবে মৃত্যু হয় সুধীরের। তার পরই স্বামীকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলে, কোলে বাচ্চা নিয়ে, সুধীরের মৃতদেহ থানায় ফেলে রেখে, স্ত্রী ঝুম্পা দেবী প্রতিবেশীদের সাথে নিয়ে,থানায় বিক্ষোভ দেখান।

এরপরই টনক নড়ে পুলিশের।

ওই দিন রাতে সুধীরের এক বন্ধু ধীরেন গরাই কে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযোগ,তারপর এই খুনের মামলায় তেমন কোন অগ্রগতি হয় নি। তাই, এবার খুনীদের ফাঁসির দাবীতে থানায় চড়াও হয়ে ফের বিক্ষেভের ঘটনা ঘটল।

আজকেও আগের মতো পুলিশ বিক্ষোভ তুলতে দোষীদের শাস্তির আশ্বাস দিল ঠিকই, কিন্তু, সেই আশ্বাস শেষ পর্যন্ত কতখানি রাখতে পারেন পুলিশ কর্তারা? সেটাই এখন দেখার!

#দেখুন ভিডিও

[embed]

Next Story