ব্রেকিং নিউজ

বিশ্ব শৌচাগার দিবসের প্রতিযোগিতায় দেশের সেরা বাঁকুড়া, মুম্বাইয়ে জেলাশাসকের হাতে ট্রফি তুলে দিলেন অভিনেতা অক্ষয় কুমার।

বিশ্ব শৌচাগার দিবসের প্রতিযোগিতায় দেশের সেরা বাঁকুড়া, মুম্বাইয়ে জেলাশাসকের হাতে ট্রফি তুলে দিলেন অভিনেতা অক্ষয় কুমার।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বিশ্ব শৌচাগার দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় স্তরের প্রতিযোগিতায় দেশের সেরা দশ জেলা হিসেবে সাফল্য মিলেছিল আগেই। এবার, মিলল স্বীকৃতির শংসাপত্র ও ট্রফি৷

বুধবার মুম্বাইয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সেরা জেলাগুলির জেলাশাসকদের হাতে ট্রফি ও শংসাপত্র তুলে দিলেন বলিউডের অভিনেতা তথা স্বচ্ছ ভারত মিশনের ব্রান্ড অ্যাম্বাসেডর অক্ষয় কুমার।

বুধবার, দেশের সেরা দশ জেলা হিসেবে বাঁকুড়ার জেলাশাসক ডাঃ উমাশঙ্কর এসের হাতে ট্রফি ও শংসাপত্র তুলে দেন অভিনেতা অক্ষয় কুমার।

প্রসঙ্গত, বিশ্ব শৌচাগার দিবস উপলক্ষে মিনিস্ট্রি অফ ড্রিংকিং ওয়াটার এন্ড স্যানিটেশন মন্ত্রকের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের ২৫ টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল মিলিয়ে মোট ৪১২টি জেলা অংশ নেয়। এবং দেশের সেরা দশ জেলার স্বীকৃতি দেওয়া হয়।

এই সেরা দশে স্থান পায় বাঁকুড়া জেলা।

এছাড়াও আমাদের রাজ্যের আরও এক জেলা মুর্শিদাবাদেরও সেরা দশের স্বীকৃতি মেলে।

যদিও,প্রথম দশের নিরিখে যুগ্ম বিজয়ী ধরে মোট ১২ টি জেলার তালিকা ঘোষনা করেছে সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রক।

জাতীয় স্তরে বাঁকুড়ার এই শিরোপা মেলায় খুশী জেলার আধিকারিক মহলও।

জেলা শাসক উমাশঙ্কর এস জেলার এই সাফল্যকে জেলাবাসীর প্রতি উৎসর্গ করে জানিয়েছেন, এই সাফল্যে জেলার আধিকারিক,জন প্রতিনিধিদের সাথে আম জনতারও যথেষ্ট অবদান রয়েছে। তাই সকলকে তিনি কৃতজ্ঞতাও জানিয়েছেন। এবং তিনি বলেন, এই পুরস্কার মেলার পর, আমাদের দায়িত্ব ও কর্তব্য আরও কয়েক গুণ বেড়ে গেল।

Next Story