জঙ্গলমহল খাতড়া

এক পলক হরেক খবর : এক নজরে বাঁকুড়া জেলার গুরুত্বপূর্ণ কিছু খবর দেখে নিন।

এক পলক হরেক খবর :  এক নজরে বাঁকুড়া  জেলার গুরুত্বপূর্ণ কিছু খবর দেখে  নিন।
X

এক পলক হরেক খবর : এক নজরে বাঁকুড়া জেলার গুরুত্বপূর্ণ কিছু খবর দেখে নিন।

(১) এক গৃহবধুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ায় জেলার কোতুলপুর থানার গোগড়া এলাকায়। বাড়ী থেকে চন্দনা গরাই নামে ওই গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। উত্তেজিত জনতা মৃতার স্বামী ও এক মেয়ের ওপর চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। ও অভিযুক্তদের আটক করে বলে খবর।

(২)জেলায় করোনা আক্রান্তের ঘটনার জেরে করোনা ঠেকাতে আরও তৎপরতা বাড়ানোর দাবীতে বাঁকুড়া স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল সরেনের কাছে স্মারক লিপি তুলে দিল বাঁকুড়া জনতা কৃষাণ মোর্চা।স্মারকলিপি প্রদানের পাশাপাশি এই জটিল পরিস্থিতিতে কাজে অবিচল থাকার জন্য পুষ্প স্তবক দিয়ে সিএমওএইচকে সম্মাননাও জ্ঞাপন করেন মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্য জীবন চক্রবর্তী।

(৩)লকডাউন এর মধ্যেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন এলাকার প্রায় বাইশটি পরিবার। ওন্দায় থানার আমলাগোড়া গ্রামের তৃণমূল কর্মী মিনতি মাল পল্টু গায়েন সমেত ২২ টি পরিবারের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অমরনাথ শাখা। তৃনমুল শিবির ছেড়ে পদ্ম শিবিরে যোগদানকারী তৃণমূল কর্মীদের দাবী,প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে মানুষের জন্য কাজ করার জন্যই তাদের এই দলবদল।

(৪)এবার ভিন রাজ্য থেকে গ্রামে ফেরা পরিযায়ী শ্রমিকরাও পেলেন ১০০ দিনের কাজ। জেলার বেলিয়াতোড় পঞ্চায়েতের পলসোনা গ্রামে গ্রামের নিকাশী ও হাতির হানা ঠেকানো এই দুই কাজ একসাথে করতে পরিখা কাটার কাজ শুরু হয়েছে। এই কাজে যোগ দিয়েছেন পরিযায়ী শ্রমিকরা। আজ তাদের হাতে মাস্ক তুলে দেওয়ার পাশাপাশি করোনা সচেতনতার বার্তা দিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য কালীদাস মুখোপাধ্যায়।

(৫)বড়জোড়ার শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার কেন্দ্র লকডাউনে এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিশেষ ত্রাণ ও খাদ্য সামগ্রী তুলে দেওয়ার কর্মসূচি নিয়েছে।সংঘের সম্পাদক সমীর কুমার পাণ্ডে জানান এলাকার ৫০০ পরিবারের হাতে তারা এই ত্রান ও খাদ্য সামগ্রী পৌঁছে দেবেন।

(৬)লকডাউনের মধ্যে অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিতে বিশেষ কর্মসুচি নেয় জেলার পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক শ্রমিক ইউনিয়নের বাঁকুড়া শাখা।রবিবার তারা ১২৫ জনের হাতে তুলে দেন বিভিন্ন খাদ্য সামগ্রী। এই কর্মসুচিতে আন্যান সদস্যদের সাথে অংশ নেন ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য অভীক পাল,সাধারণ পরিষদের সদস্য সুমন চট্টরাজ প্রমুখ।

(৭)এলাকার দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী থেকে,প্রসাধনী সব ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দিল শহরের লালবাজারের একটি কেবল পরিষেবা প্রদানকারী সংস্থা।এ-ই সংস্থার কর্ণধার চিন্টু কুন্ডু জানান তার নেটওয়ার্কের ২৫০ জনেরও বেশী দুঃস্থ গ্রাহক পরিবারের হাতে এই ত্রাণ সামগ্রী তুকে দেওয়া হয়।

(৮)লকডাউনের মধ্যে জেলায় রক্তের সংকট মেটাতে এগিয়ে এল শহরের গোপিনাথপুর কালচারাল কমিটি। বাঁকুড়া ভলান্টারী ব্লাড ডোনার সোসাইটি র সহযোগিতায় রবিবারে আয়োজিত এই এক রক্ত দান শিবিরে ৫৪ জন স্বেচ্ছায় রক্ত দান করেন তাদের মধ্যে ১৪ জন মহিলা ।বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক শিবিরে রক্ত সংগ্রহ করে।

#দেখুন 🎦 ভিডিও।👇[embed] href="https://www.bankura24x7.com/fever-word-exclusive-update/img-20200427-wa0013/" rel="attachment wp-att-9015">

Next Story