ব্রেকিং নিউজ

বিষ্ণুপুরে অ্যাম্বুলেন্স চালকদের কাছে তোলার দাবী ও মারধরের প্রতিবাদে ধর্মঘট।ভোগান্তি রোগীদের!

বিষ্ণুপুরে অ্যাম্বুলেন্স চালকদের কাছে তোলার দাবী ও মারধরের প্রতিবাদে ধর্মঘট।ভোগান্তি রোগীদের!
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (সঞ্জয় সরকার,বিষ্ণুপুর) : দুষ্কৃতিরাজ বন্ধ ও নিজেদের নিরাপত্তার দাবীতে বিষ্ণুপুরে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘটে সামিল হলেন চালকরা। বিষ্ণুপুর জেলা হাসপাতালে থেকে সবকটি অ্যাম্বুলেন্স মহকুমাশাসকের অফিসে এনে ধর্মঘট শুরু করায় রোগী পরিবহন কার্যত শিকেয় ওঠে। ফলে, বিষ্ণুপুর থেকে রোগীদের বাঁকুড়া বা দুর্গাপুর নিয়ে যেতে অনেক বেশি টাকা ভাড়া গুনে সাধারণ গাড়িতে নিয়ে যেতে হচ্ছে বলে অভিযোগ তুলেছেন রোগীর আত্মীয়রা। অন্যদিকে,অ্যাম্বুলেন্স চালকদের সংগঠনের সম্পাদক চাঁদু মাঝির আভিযোগ, হাস্পাতালে 'অমিত বাউরি ও তার সাঙ্গপাঙ্গদের অত্যাচার চরমে উঠেছে। রাত হলেই গোটা হাসপাতাল চত্বর ওদের দখলে চলে যায়। প্রাণনাশের হুমকি দিয়ে আমাদের কাছে মোটা টাকা তোলার দাবী করছে। না দিলেই মারধর করছে তারা। রোগীর বাড়ির লোকেরাও বাদ পড়ছেন না। তাদের থেকেও টাকাপয়সা তুলছে তারা। এমন কি গত রবিবার সংগঠনের এক সদস্য স্বপন বন্দ্যোপাধ্যায় অমিতের অত্যাচারের প্রতিবাদ করায় মদ্যপ অবস্থায় তাকে বেদম মার মেরেছে। মারের আঘাতে গুরুতর আহত হওয়ায় তাকে ওই রাতেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তার মোবাইল ভেঙে দিয়ে পকেট থেকে পাঁচ হাজার টাকা ছিনতাইও করে নেয়। পরের দিন গোটা ঘটনা জানিয়ে স্বপনবাবুর মেয়ে বিষ্ণুপুর থানায় অমিত বাউরির নামে অভিযোগ দায়ের করলেও ওই দুষ্কৃতীকে পুলিশ এখনও গ্রেপ্তার করেনি। তাই বুক ফুলিয়ে অমিত ঘুরে বেড়াচ্ছে গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দিচ্ছে। মঙ্গলবার আমরা মহকুমাশাসককে ঘটনা জানিয়ে ২৪ ঘন্টার মধ্যে অমিত বাউরিকে গ্রেপ্তার করতে অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু নির্দিষ্ট সময়েও ওই দুষ্কৃতী গ্রেপ্তার না হওয়ায় বাধ্য হয়ে আমরা ধর্মঘটের পথে নেমেছি। অমিত বাউরি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে'।অন্যদিকে, বিষ্ণুপুরের মহকুমাশাসক মানস মন্ডল বলেন 'এম্বুলেন্স মালিক ও চালকরা আমার কাছে এসে একটি অভিযোগ জানিয়েছেন পুলিশকে।

বিষয়টি গুরুত্ব নিয়ে দেখতে বলার পাশাপাশি,হাসপাতালেও রাতের টহলদারি বাড়াতে বলা হয়েছে । আশা করছি অভিযুক্ত ধরা পড়বে'।আন্যদিকে,পুলিশ জানিয়েছে, আভিযুক্ত ফেরার,তার খোঁজে তল্লাসি চলছে।

Next Story