নজরে ভোট

রামসাগরে এসে "মোদীর সভার" অনুমতি বাতিলের প্রসঙ্গ তুলে , মমতাকে তোপ আমিত শাহের। #দেখুন 🎦 ভিডিও।

রামসাগরে এসে মোদীর সভার অনুমতি বাতিলের প্রসঙ্গ তুলে , মমতাকে তোপ আমিত শাহের। #দেখুন 🎦 ভিডিও।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : নরেন্দ্র মোদীর সভা বাতিল করে বাংলার মানুষের মন থেকে মোদীর প্রতি বালোবাসা কেড়ে নিতে পারবেন না মমতা দিদি। আজ রামসাগরে সৌমিত্র খাঁয়ের সমর্থনে নির্বাচনী জন সভায় এভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে হুঁশিয়ারি দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি মঞ্চে বলেন আগামী ৯ মে পুরলিয়া ও বাঁকুড়ায় মোদীর সভা ছিল। কিন্তু মমতা দিদি সভার অনুমতি দেন নি। প্রসঙ্গত, এর আগে জেলায় একই ভাবে উত্তর প্রদেশর মুখ্যমন্ত্রী যোগী আদিত্য ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সভা বাতিলের নজীর রয়েছে। এবার প্রধানমন্ত্রীর নির্বাচননী সভা ঘিরেও রয়েছে প্রশ্ন চিহ্ণ? তবে, জেলা বিজেপির দাবী মোদীজীর সভা বাঁকুড়ায় হবে। কেবল মাঠ বদল হবে। বাঁকুড়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় কোনো মাঠ বা বিকনার কোনো মাঠ বিকল্প সভাস্থল হিসেবে বেছে নেওয়া হতে পারে বলে সূত্রের খবর।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/bishnupur-tmc-candidates-vote-campaign/img-20190222-wa0013-2/" rel="attachment wp-att-3983">

Next Story