ভোটের কাজে নিরাপত্তার দাবীতে জেলাশাসকের আফিসে স্মারকলিপি এবিটিএর।

Update: 2019-03-20 18:21 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আসন্ন লোকসভা ভোটে ভোট কর্মী হিসেবে নিযুক্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের নিরাপত্তার দাবীতে এবার জেলাশাসকের আফিসে ডেপুটেশন কর্মসূচিতে সামিল হলেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির (ABTA)জেলা শাখা। তাদের মুল দাবী হল ভোটের কাজে নিযুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বাড়ি থেকে যাওয়া ও বাড়ি ফিরে আসা পর্যন্ত যাবতীয় নিরাপত্তার দায় নির্বাচন কমিশন কে নিতে হবে।

এই প্রসঙ্গে সমিতি পঞ্চায়েত নির্বাচনে প্রিসাইডিং আফিসার রাজ কুমার রায় হত্যা ও ২০১৬ সালে জেলার মালিয়াড়াতে ভোট করতে গিয়ে এক শিক্ষক প্রহৃত হওয়ার ঘটনা তুলে ধরে নিজেদের নিরাপত্তার দাবীতে সরব হন।সমিতির পক্ষে আশিষ পান্ডে জানান,অতিরিক্ত জেলাশাসক(সাধারণ) আসীম কুমার বিশ্বাস এদিন,স্মারকলিপি গ্রহণ করেন।এবং দাবী গুলো পূরণের বিষয়ে ঊর্ধ্বক্রম আধিকারিকের কাছে পাঠানো হবে বলে জানান।

#দেখুন 🎦ভিডিও 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/elephant-attacked-death-at-barjora/frb-19-am/" rel="attachment wp-att-3909">

Similar News