জেলা জুড়ে আমফানের প্রভাব অব্যাহত, বাঁকুড়া শহরবাসীকে সতর্ক করলেন পুর প্রধান।

Update: 2020-05-20 05:53 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : (মন্টু কর্মকার ও অভিজিৎ ঘটক): আমফানের জেরে জেলা জুড়ে কাল সন্ধ্যে থেকেই মুখভার ছিল আকাশের। আজ বেলা বাড়ার সাথে,সাথে বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে। আর দুপুর থেকে বিকেলের মধ্যে আমফান আছড়ে পড়ার পর এই ঝড়ের গতিবেগ জেলায় ৫৫ থেকে ৮০ কিমি পর্যন্ত হতে পারে বলে মনে করছেন আবহাওয়া বিদরা। আজ সকাল থেকেই জেলা সদরের প্রাণকেন্দ্র মাচান তলা শুনশান।শহর বাঁকুড়া থেকে জঙ্গল মহলের প্রত্যন্ত গ্রাম সর্বত্রই আমফানের প্রভাব পড়েছে। যত বেলা গড়াবে এ-র দাপট বাড়তে থাকবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে,‘সুপার সাইক্লোনিক স্টর্ম’থেকে আমফান এখন ‘এক্সট্রিমলি সিভিয়র সাইক্লোনিক স্টর্ম’-এ পরিণত হয়েছে। যদিও কিছুটস শক্তি ক্ষয় হয়েছে তার। তবুও তার তান্ডব লীলায় খামতি থাকবে না।দিঘা থেকে বাংলাদেশের হাতিয়া দ্বীপের মাঝামাঝি কোনও অঞ্চলে আজ বিকেল অথবা সন্ধ্যার মধ্যে আছড়ে পড়াবে আমফান এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর । তাদের অনুমান,সাগরদ্বীপ হয়ে সুন্দরবনকে কেন্দ্র করে আছড়ে পড়তে পারে আমপান। আমপান আছড়ে পড়ার সাথে,সাথে জেলাতেও শুরু হবে ঘুর্ণিঝড়। এদিকে,বাঁকুড়া শহরবাসীদের এই সময় সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন বাঁকুড়া পুরসভার পুরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/fever-word-exclusive-update/img-20200427-wa0013/" rel="attachment wp-att-9015">

Similar News