সারেঙ্গায় সিএএ,এনআরসি বিরোধী মিছিল ও পথসভা তৃণমূলের।

Update: 2020-02-08 04:50 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (সঞ্জয় ঘটক,সারেঙ্গা) : মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে জঙ্গল মহলের সারেঙ্গায় সিএএ ও এনআরসি বিরোধী মিছিল ও পথসভার মধ্য দিয়ে এলাকায় নিজেদের রাজনৈতিক শক্তি জরিপের কাজে নেমে পড়ল সারেঙ্গা তৃণমূল কংগ্রেস। এই ইস্যুতে জনমত তৈরী করতে এলাকায় মিছিল ও পথসভাকেই হাতিয়ার করল এখানকার তৃণমূল ব্লক নেতৃত্ব। শুক্রবার এই কর্মসূচিতে ভালো সাড়া মিলেছে বলে দাবী করে সারেঙ্গা,ব্লক সভাপতি ধীরেন্দ্র নাথ ঘোষ বলেন লোকসভা নির্বাচনের পর জঙ্গল মহলে দলের সাময়িক একটা রাজনৈতিক শক্তি কমে গেলেও তা আমরা এখন আনেকখানি বাড়িয়ে নিয়েছি।এবং দিন,দিন,জঙ্গলমহলে আমরা আমাদের সাংগঠনিক ভিত আগের মতোই মজবুত করে তুলেছি তা রাজনৈতিক কর্মসূচিতে মানুষের অংশগ্রহণই বড়ো প্রমাণ। ২০২১ এর আগে বিধানসভা ভোটে লড়াইয়ের জন্য জঙ্গলমহলে নিজেদের হারানো জমি ফিরে পেয়ে বিজেপি কে টেক্কা দেওয়াটায় এখন বড়ো চ্যালেঞ্জ ধীরেন্দ্র বাবুর কাছে, তা বলাই বাহুল্য।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/the-mp-recorded-the-absence-of-staff-by-opening-the-closed-post-office-gate-at-bankura-on-lf-and-cong-join-strike-day/img-20200108-wa0027_1024x1280_768x960/" rel="attachment wp-att-7702">

Similar News