রাইপুরে অবৈধ বালির ডাম্পার আটকাল গ্রামবাসীরা। উঠছে প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগ !

Update: 2018-09-09 08:15 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ফের অবৈধ বালি বোঝাই ডাম্পার আটকালো গ্রামবাসীরা। গত কাল রাতে রাইপুরের ফকিরগাড়া গ্রামে বেআইনি ভাবে ডাম্পারে করে বালি পাচারের সময় হাতে, নাতে ধরে ফেলে বালি গাড়ীটি। এরপর গ্রামেই চালক সহ গাড়ীটি আটকে রেখে বিক্ষোভও চলে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উপ প্রধান জয়দেব বাউরী। তার দাবী, ঘটনাস্থল থেকে থানার আইসি ও ভুমি দপ্তরের অধিকারিক কাওকেই মোবাইলে পাওয়া যায়নি, মোবাইল বন্ধ ছিল। এজন্য, তিনি ক্ষোভ প্রকাশও করেন। এবং গ্রামবাসীদের সাথে নিয়ে এলাকায় অবৈধ বালি পাচার রোখা হবে বলেও জানান।[playlist data-type="video" ids="797"]

অন্যদিকে,ভুমি দপ্তরের রাজস্ব আধিকারিক ইন্দ্রজিৎ দাস ক্যামেরায় স্বীকার করে নেন যে,প্রশাসনিক নিষেধাজ্ঞা কে উপেক্ষা করে বে আইনি বালির কারবার চলছে। পাশাপাশি,তিনি দাবী করেন, খবর পেলেই ভুমিদপ্তর বে আইনি বালি কারবারীদের বিরুদ্ধে অভিযানও চালাচ্ছে নিয়মিত।[playlist data-type="video" ids="803"]

জানা গেছে, পরে রাইপুর থানার পুলিশ এসে বালি বোঝাই ডাম্পার ও চালক কে আটক করেছে।

গ্রামবাসীদের অভিযোগ,পুলিশ,প্রশাসন এবং ভুমিদপ্তরের উদাসীনতা ও এক শ্রেণীর আধিকারিক দের সাথে মোটা টাকার বিনিময়ে আঁতাত করে বালি পাচার করছে বালি মাফিয়ারা।

Similar News