জেতার পর বামপন্থীদের কেন ধন্যবাদ জানালেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ? জানতে, দেখুন এই ভিডিও🎦 প্রতিবেদন।

Update: 2019-05-23 17:53 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আদালতের নির্দেশে নিজে ভোট প্রচারে নিজের কেন্দ্রে পা রাখতেই পারেন নি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ।তার অনুপস্থিতিতে ভোট প্রচার সারেন স্ত্রী সুজাতা। শেষ অবধি ৭৮,০৪৭ ভোটের ব্যবধানে তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরা কে পরাজিত করে দ্বিতীয় বারের জন্য সংসদে গেলেন তিনি। তার এবারের জয় কার্যত সহজ ছিল না। তবে তার কেন্দ্রের বাম ভোটারদের একটা ভালো অংশ তাকেই সমর্থন করেছেন।

তাই জয় এসেছে অনায়াসে। আর তাই তার বামপন্থী সমর্থকদের তিনি ধন্যবাদও জানাতে ভোলেন নি সৌমিত্র। যদিও গত বারের থেকে জেতার ব্যবধান কমেছে আনেক।গত লোকসভায় ১,৪৯,৬৮৫ ভোটের ব্যবধানে জয়ী হন সৌমিত্র। এবার তা কমে হয়েছে ৭৮,০৪৭ ভোটের। এই কেন্দ্রে সৌমিত্র পেয়েছেন ৬,৫৭,০১৯ টি ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরা পেয়েছেন ৫,৭৮,৯২৭(৪৬.২৪%)টি (৪০.৭৫%)ভোট। আর সিপিএমের সুনীল খাঁ পেয়েছেন ১,০২,৬১৫ (০৭.২২%) ভোট।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/bishnupur-tmc-candidates-vote-campaign/img-20190222-wa0013-2/" rel="attachment wp-att-3983">

Similar News