বাঁকুড়া শহরের Tumbledry Laundry তে টেলি কলার ও পিক আপ এন্ড ডেলিভারি বয় নিয়োগ।

Update: 2025-07-24 08:52 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বাঁকুড়া শহরের স্বনামধন্য লন্ড্রি সার্ভিস চেইন Tumble dry টেলি কলার পদে মহিলা কর্মী নিয়োগ করবে। যারা বাংলা এবং হিন্দিতে সাবলীল কথা বলতে পারেন এবং ইংরেজিতেও কাস্টমারদের সাথে কথা বলায় পারদর্শী তারা অগ্রাধিকার পাবেন। আগে একই কাজের অভিজ্ঞতা থাকলে তাদের নিয়োগ প্রাধান্য দেওয়া হবে। বয়স ১৮- ২৫ এর মধ্যে এবং টেলি ফ্রেন্ডলি ভয়েস হলে আবেদন করতে পারেন৷ উপযুক্ত প্রার্থীরা ভালো পারিশ্রমিকও পাবেন।এছাড়া পিকআপ এন্ড ডেলিভারি বয় পদেও কর্মী নিয়োগ করা হবে।প্রার্থীর লাইসেন্স সহ নিজস্ব মোটর বাইক থাকা আবশ্যিক। এই পদে বেতনের পাশাপাশি আকর্ষনীয় ইনসেনটিভ ও দেওয়া হবে। ইচ্ছুক এবং নিজেকে উপযুক্ত মনে করলে সাত দিনের মধ্যে আপনার বায়োডাটা নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠান৷

মোবাইল নাম্বার :

7718465041

Tags:    

Similar News