করোনা সতর্কতায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিলি করা চাল,আলু ওজনে কম, অভিভাবকদের বিক্ষোভ সিমলাপালে।

Update: 2020-03-21 10:43 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : করোনা সতর্কতায় রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়ুয়া ও প্রসূতি মায়েদের দু কেজি করে চাল ও আলু বিলি করার নির্দেশ দেয় রাজ্য সরকার। এবার জেলায় সেই বিলি করা চাল ও আলুর ওজনে কারচুপির অভিযোগ তুলে অভিভাবকদের বিক্ষোভের ঘটনায় উত্তাল হয়ে উঠল। আজ সকালে এই বিক্ষোভের ঘটনা ঘটে সিমলাপাল ব্লকের পুখুরিয়া গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। চালে প্রায় ৩০০ গ্রাম ও আলুতে ১৫০ গ্রাম করে কম দেওয়া হচ্ছে এই অভিযোগ তুলে অভিভাবকরা কেন্দ্রে চড়াও হয়ে বিক্ষোভ দেখাম এবং এই অভিযোগ তারা বিডিও কে জানাচ্ছেন বলেও সংবাদ মাধ্যমে দাবী করেন। যদিও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পক্ষ থেকে এই অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা,দাবী করা হয়েছে।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/violated-the-corona-warning-thousands-people-line-at-bankura-head-post-office-for-adhar-card-service/sketch-1584526847018_1200x600/" rel="attachment wp-att-8449">

Similar News