মামলায় ফেঁসে যাওয়ার আতঙ্কেই সিপিএমের ভোট প্রচারে লোক হচ্ছেনা! এমনটাই দাবী প্রার্থী সুনীল খাঁয়ের।

Update: 2019-04-27 17:55 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (অভিজিৎ ঘটক,রতনপুর) : শাসক দল মামলায় ফাঁসাতে পারে এই আতঙ্কেই সিপিএমের ভোট প্রচারে লোক দেখা যাচ্ছেনা!শনিবার রতনপুরে ভোট প্রচারে গিয়ে এই মন্তব্য করলেন বিষ্ণুপুর লোকসভার সিপিএমের প্রার্থী সুনীল খাঁ।

শানিবার কর্মী ও সমর্থকদের নিয়ে রতনপুর অঞ্চলের পাতলাবনী,কাদাগোট,মান্দারবনি,বড়কুড়পা,এবং

ঘোলকুন্ডা,ডুমুরিয়া,রতনপুর গোপালপুর,সহ আদিবাসী গ্রাম মিত্রবাঁধেও প্রচার সারেন তিনি।

প্রচারের ফাঁকে ভোটার ও ক্যাডারদের ভোটের নানা পাঠও দেন এই পোড় খাওয়া বাম নেতা। আদিবাসী গ্রামে গিয়ে আদিবাসীদের অরন্যের অধিকার থেকে গত পঞ্চায়েত নির্বাচনে ভোট না দিতে পারার মতো ইস্যু তুলে জনমত গড়ে তোলার যেমন চেষ্টা চালান তেমনি কমরেডদের কী,কী স্লোগান দিয়ে ভোটের প্রচার সারতে হবে তারও দাওয়াই বাতলে দেন সুনীল বাবু।

প্রচারের ফাঁকে রতনপুরের একটি হোটেলে মধ্যাহ্ন ভোজনও সারলেন দিব্যি! তার আশা মানুষ ভোট দিতে পারলে তা শাসক দলের বিরুদ্ধেই রায় দেবেন। ভোট পড়বে বামেদের ঝুলিতে বলেও দাবী করেন তিনি।

#দেখুন 🎦ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/tmc-candidate-flash-bankura-and-bishnupur/fb_img_1552238354853/" rel="attachment wp-att-3917">

Similar News