জন অভিযোগ দিবসে পাওয়া অভিযোগ খতিয়ে দেখতে শহরে জেলাশাসকের অভিযান।

Update: 2019-07-03 02:32 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জন অভিযোগ দিবসে পাওয়া বিভিন্ন অভিযোগ সরজমিনে খতিয়ে দেখতে জেলা শাসক উমা শঙ্কর এস আধিকারিকদের সাথে নিয়ে মঙ্গলবার বিকেলে শহরের সতীঘাট, জুনবেদিয়ে মোড়, শহরের গোবিন্দনগর বাস স্ট্যান্ড প্রভৃতি এলাকা ঘুরে দেখলেন। তিনি জানান, যে সকল অবৈধ নির্মাণ রয়েছে তার ভিত্তিতে মালিকদের নোটিশ করা হবে। কোনো বে আইনী কাজ রেওয়াত করা হবে না।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/sand-overloaded-5-lorry-seized-by-local-public-and-hand-over-to-police-at-indas/img-20190604-wa0027/" rel="attachment wp-att-5225">

Similar News