জেলা জুড়ে অনুভূত ভূমিকম্প! মাত্রা ছিল ৪.৮, উৎসস্থল বাঁকুড়া , জানাল আলিপুর আবহাওয়া দপ্তর।

Update: 2019-05-26 06:25 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ভূমিকম্পে কেঁপে উঠল বাঁকুড়া। আজ বেলা ১০ টা ৩৯ মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয় সারা জেলা জুড়ে। এই ভূ কম্পনের রিক্টার স্কেলে মাত্রা ছিল ৪.৮। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই ভুমিকম্পের উৎসস্থল হল বাঁকুড়া জেলার ২৩.৩ ডিগ্রী উত্তর অক্ষাংশ এবং ৮৬.৯ ডিগ্রী পুর্ব দ্রাঘিমাংশে। যার গভীরতার ব্যাপ্তি ছিল ১০ কিমি নীচে।

বাঁকুড়ায় উৎস হওয়ায় দক্ষিনবঙ্গের জেলা গুলিতেও এই ভূ কম্পন কম- বেশী অনুভূত হয়। জেলার বিভিন্ন এলাকায় মানুষ আতঙ্কে বাড়ী ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।অনেক বাড়ীতে ফাটলও দেখা গেছে। এখনও বড়ো ধরনের ক্ষয় ক্ষতির বিস্তারিত খোঁজ, খবর জানা যায় নি।

#দেখুন🎦ভিডিও।👇[embed]Full View href="https://www.bankura24x7.com/bishnupur-tmc-candidates-vote-campaign/img-20190222-wa0013-2/" rel="attachment wp-att-3983">

Similar News