ভূমিকম্পের কেন্দ্রস্থল ছাতনার শুয়ারাবাকড়া গ্রাম, আফটার শকের আশঙ্কায় জোর জল্পনা জেলা জুড়ে!

Update: 2019-05-26 14:12 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলার ছাতনা ব্লকের শুয়ারাবাকড়া গ্রাম ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল।আজকের বেলা ১০ টা বেজে ৩৯ মিনিটের এই ভূকম্পনের রিক্টারস্কেলে মাত্রা ছিল ৪.৮, যার গভীরতা ছিল ১০কিমি নীচে। জেলা জুড়ে এই ভূ কম্পন ভালো মতোই আনুভূত হয়।তবে জেলায় বড়ো কোনো ক্ষয়, ক্ষতির খবর নেই বলে জানিয়েছে জেলা প্রশাসন। জেলার সার্কিট হাউস,এবং মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে কম্পনের মাত্রা ছিল সসর্বাধিক, তবে কম্পনের মাত্রা বেশি হলেও কোনো ক্ষয়, ক্ষতি হয় নি বলে জানিয়েছে মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের এক আধিকারিক।

আন্যদিকে,ভূমিকম্পের পর ফের ছোট, খাটো কম্পন আনুভূত হতে পারে বলে জানিয়েছেন ভূ বিজ্ঞানীরা। যা আফটার শক নামে পরিচিত। আর এই আফটার শক নিয়েই এখন চলছে সারা জেলা জুড়ে জল্পনা!তবে আফটার শকের জেরে ভূ কম্পনের আশঙ্কা রয়েছে ষোলোআনা।তা বেশ কিছুদিন পরেও যেমন ঘটতে পারে। আবার যে কোনো সময় দফায়, দফায় ঘটার সম্ভাবনা থাকে। তাই আফটার শকের জন্য সকলকেই সতর্ক থাকতে হবে। যদিও সাধারণত আফটার শকে মূল কম্পনের থেকে মাত্রা খানিক কম থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে বারে,বারে কম্পন হতে থাকে বলে মানুষের মনে ভীষণ ভীতি তৈরী হয়। সবসময় আতঙ্কে থাকেন মানুষ জন। ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হওয়ার আশঙ্কা থাকে!

#দেখুন 🎦ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/mp-toper-8th-koushik-santra-reaction-on-media/may-19-ac/" rel="attachment wp-att-4879">

Similar News