রাজ্য সড়কে সবজি ফেলে পথ অবরোধ করে অভিনব প্রতিবাদ বিক্ষোভ সিপিআই (এমএল) এর কৃষক শাখার।

Update: 2018-12-24 17:45 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : রাজ্য সড়কে আলু,ফুলকপি,বাঁধা কপি,সহ নানা মরসুমী সবজি ফেলে পথ অবরেধ করে অভিনব কায়দায় বিক্ষোভে সামিল হলেন সিপি আই (এম এল) লিবারেশন ও সারা ভারত কৃষাণ মহাসভা এদিন সকালে বাঁকুড়া- দূর্গাপুর রাজ্য সড়কের মাকুড়গ্রাম মোড়ে প্রায় ৪৫ মিনিট ধরে বিক্ষোভ চালানোয় যান চলাচল ব্যহত হয়।সদর থানার পুলিশ গিয়ে অবরেধ হটায়।চাষীদের উৎপাদিত ফসল উৎপাদন খরচের দেড় গুন বেশী দামে সরকারকে কিনতে হবে এবং চাষীদের ঋণ মুক্তি,ও ধানের সহায়ক মূল্য বাড়িয়ে ২০০০ টাকা বাড়ানো সহ কয়েক দফা দাবীতে এই অবরোধ আন্দোলনে নামেন চাষীদের এই সংগঠন।

#দেখুন ভিডিও।[embed]Full View

Similar News