মল্লরাজ বংশের অধিষ্ঠাত্রী দেবী মৃন্ময়ী মন্দিরে তালা ভেঙ্গে গয়না চুরি! বিষ্ণুপুরে জুড়ে চাঞ্চল্য।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : #বাঁকুড়া : মল্লরাজ পরিবারের অধিষ্ঠাত্রী দেবী মৃন্ময়ীর মন্দিরের দরজার তালা ভেঙ্গে দেবীর সোনা,রুপোর গয়নাগাটি,সোনার ত্রিনয়ন সহ কয়েক লক্ষ টাকার অলঙ্কার,দেবীর হাতের অস্ত্র সস্ত্র চুরির ঘটনা ঘটল। মনে করা হচ্ছে গভীর রাতে চোরেরা চুরির ঘটনা ঘটায়। আজ সকালে ঘটনার টের পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। স্থানীয়দের দাবী, রাতে দুজন কে ঝোলা হাতে যেতে দেখে সিভিক পুলিশের কয়েকজন। তারাই এই চুরির সাথে যুক্ত বলে মনে করা হচ্ছে।
মল্লভূমে বিষ্ণুপুরের ইতিহাসের সাথে নাম জড়িয়ে আছে ৯৯৭ খ্রীস্টাব্দে প্রতিষ্ঠিত দেবী মৃন্ময়ী মাতার মন্দিরে। খোদ মল্লরাজ পরিবারের কূল দেবীর বিগ্রহ থেকে এই গয়না চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সারা বিষ্ণুপুর জুড়ে। পুলিশ ইতি মধ্যেই চুরির কিনারা করতে তদন্তে নেমেছে। বিষ্ণুপুরের রাজ পরিবারের সদস্য থেকে এখানকার বাসিন্দারা আবিলম্বে চুরির ঘটনার কিনারার দাবীতে এবং এই মন্দিরে নিরাপত্তার দাবীতে সরব হয়েছেন।
#দেখুন 🎦ভিডিও। 👇[embed]