#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : গ্রামে মদের দোকান বন্ধের দাবীতে গ্রামের স্কুল পড়ুয়ারা পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ল। আজ বাঁকুড়ার জুনবেদিয়া - মানকানালী রাস্তার সোনাদহ এলাকায় এই অবরোধের জেরে ব্যহত হয় যান চলাচল। স্কুলের ছাত্র,ছাত্রীরা কেও হাতে প্ল্যাকার্ড নিয়ে কেও,কেও রাস্তার মধ্যে শুয়ে পড়ে পথ অবরোধে সামিল হয়। তাদের দাবী গ্রামে স্কুলের সুস্থ পরিবেশ বোঝাই রাখতে মদের দোকান চালু রাখা যাবে না।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]