অন্নদাতা পুলিশ, জঙ্গলমহলের গ্রামে,গ্রামে অসহায় মানুষদের নিজে হাতে অন্ন বিলি করছেন পুলিশ সুপার।

Update: 2020-04-11 18:48 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : করোনা সতর্কতায় লকডাউনের ফলে জেলার জঙ্গলমহলের গ্রামে,গ্রামে মানুষের দুমুঠো অন্ন যোগানোয় দুষ্কর হয়ে পড়েছে! এই গ্রামগুলোর হেঁশেলে এই কদিন ভাতের আকাল প্রকট হচ্ছে! এই অবস্থায় এই অসহায় মানুষদের অন্নদানের কর্মসূচি নিল জেলা পুলিশ পুলিশ সুপার কোটেশ্বর রাও নিজে হাতে গ্রামের মানুষজন কে অন্ন বিতরণ করলেন। আজ জেলার খাতড়া মহকুমার দহলা,ডাকাই,হেতিয়াশোল প্রভৃতি গ্রামের প্রায় ২৫০ মানুষকে ভাত, ডাল,তরকারি,ডিম চাটনী দুপুরের আহার হিসেবে দেওয়া হয়। আর যারা বৃদ্ধ বা অসুস্থ এমন ত্রিশ জনের বাড়ীতে গিয়ে তাদের হাতে খাবার তুলে দেন পুলিশ কর্মীরা। পুলিশ সুপার কোটেশ্বর রাও জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলা পুলিশ এই অন্নদান কর্মসুচি হাতে নিয়েছে।

জঙ্গলমহল দিয়ে এই অন্নদানের পাইলট পর্ব শুরু হলেও পরে তা জেলার অন্যত্রও চালু হতে পারে। তবে, আপাতত টানা একমাস এই কর্মসূচি জঙ্গলমহল জুড়েই চলবে। এর জন্য ইতিমধ্যেই এলাকার পিছিয়ে পড়ে প্রত্যন্ত গ্রামের তালিকাও নির্বাচন করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) গনেশ বিশ্বাস। খাতড়ার মহকুমা পুলিশ আধিকারিক বিবেক বর্মা বলেন, এই অন্নদান কর্মসূচি রূপায়ণ করতে খাতড়া পুলিশের বিশেষ দল কাজ করছে। এবং পুলিশ সুপার নিজে এই কর্মসূচিতে অংশ নিয়ে অন্নদান করছেন। এই সময় মানুষের পাশে দাঁড়াতেই জেলা পুলিশ এই উদ্যোগ নিয়েছে। এদিকে, এই কঠিন পরিস্থিতিতে পুলিশের অন্নদানের প্রয়াস হাসি ফুটিয়েছে মানুষের মুখে। পুলিশের এই মানবিক উদ্যোগ কে কুর্নিশ জানাচ্ছি আমরাও।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/violated-the-corona-warning-thousands-people-line-at-bankura-head-post-office-for-adhar-card-service/sketch-1584526847018_1200x600/" rel="attachment wp-att-8449">

Similar News