২০১৯ এর লোকসভা ভোটে বদলে যাচ্ছে আপনার ভোটিং মেশিন ! এই বদল দেখাতে, জেলা জুড়ে শিবির করছে প্রশাসন।

Update: 2019-01-14 11:27 GMT

#বাঁকুড়া: ২০১৯ এর লোকসভায় বদলে যাচ্ছে আপনার ভোটিং মেশিন!

আসছে অত্যাধুনিক এম-থ্রী ইভিএম।

ভোটিং মেশিনে স্বচ্ছতা আনতে থার্ড জেনারেশন প্রযুক্তি যুক্ত এই এম -থ্রী ইভিএম ২০১৯ এর লোকসভায় সারা দেশ জুড়ে ব্যবহার করবে নির্বাচন কমিশন।

সেই সঙ্গে ভোটাররা ভিভিপ্যাট (ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল ইউনিট) ব্যবহারের সুবিধা পাবেন।ফলে এক বোতাম টিপলে অন্যের পক্ষে ভোট পড়ার মতো বহু চর্চিত অভিযোগ আর তুলতে পারবেন না ভোটার থেকে জন নেতা কেওই।

এই নুতন এম- থ্রী ইভিএমে নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করা হয়েছে। সিস্টেম বা সফটওয়্যারে কোনো ত্রুটিও থাকলে স্বয়ংক্রিয় ভাবে তা সনাক্ত করার ক্ষমতা রয়েছে এই মেশিনের।তাছাড়া ডিজিটাল স্বাক্ষর না মিললে এর ইউনিটগুলিও কোনো কাজ করবে না। ফলে ভোটদানের সময় কোনো কারচুপির উপায় নেই। পাশাপাশি,থাকছে ভিভিপ্যাটের ব্যবহার।

এই নুতন এম-থ্রী মেশিন ও ভিভিপ্যাট সম্পর্কে ভোটারদের মধ্যে সচেতন গড়ে তুলতে এবার জেলার প্রতি বুথে,বুথে প্রচার শিবিরের আয়োজন করবে জেলা প্রশাসন। এমনকি রাজনৈতিক দল গুলিকেও সচেতন করতে বিশেষ শিবিরেরও আয়োজন থাকছে।আর জেলাশাসকের অফিস,মহকুমা শাসকের অফিস ও বিডিও অফিসে স্থায়ী ভাবে এই ডেমো দেখার সুযোগ মিলবে বলে জানান অতিরিক্ত জেলাশাসক(ভূমি ও ভূমি সংস্কার) সব্যসাচী সরকার। ভোটাররা নিজেরা এসে তা দেখতে পারবেন। আজ জেলা স্তরে এই প্রচার শিবিরের আনুষ্ঠানিক সূচনা হল।

#দেখুন ভিডিও।[embed]Full View

Similar News