লকডাউনে কাজ হারিয়ে সরকারি সাহায্যের আর্জি জানাতে বিডিও অফিসে স্মারকলিপি সারেঙ্গা ক্ষৌরকার সমিতির

Update: 2020-04-30 12:13 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : লকডাউনে জেলার জঙ্গলমহলের ক্ষৌরকাররা সেলুন বন্ধ থাকায় অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। রোজগার হারিয়ে চরম আর্থিক অনটনের মধ্যে দিন কাটাতে হচ্ছে তাদের পরিবারের সদস্যদেরও । এই অবস্থায় আজ সারেঙ্গার বিডিওর কাছে সরকারি সহায়তা প্রদানের দাবীতে তারা ডেপুটেশন দিলেন। সারেঙ্গা ব্লকের ক্ষৌরকার সমিতির পক্ষে চন্ডী চরণ দাস বলেন, তারাও করোনা সংক্রমণ ঠেকাতে সেলুন বন্ধের পক্ষেই আছেন। কিন্তু তার ফলে সারেঙ্গার প্রায় ৫০ টিরও বেশী ক্ষৌরকার পরিবার অনটনের মুখে। তাই সরকার যেন ভাতা অর্থাৎ আর্থিক সাহায্য দিয়ে এই সময় তাদের বেঁচে থাকতে সহায়তার হাত বাড়িয়ে দেন তারই আর্জি জানালেন ক্ষৌরকাররা। আজ সারেঙ্গার বিডিওর হাতে এই মর্মে একটি স্মারকলিপিও তুলে দেন তারা। জানা গেছে বিডিও তাদের এই স্মারকলিপি সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দিয়েছেন।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/fever-word-exclusive-update/img-20200427-wa0013/" rel="attachment wp-att-9015">

Similar News