সিমলাপালে ছাত্রীদের সাথে আপত্তিকর আচরন,প্রধান শিক্ষককে গাছে বেঁধে শাস্তি,পরে গ্রেপ্তার প্রধান শিক্ষক।

Update: 2020-03-05 14:20 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ছাত্রীদের সাথে প্রধান শিক্ষকের দিনের পর দিন আপত্তিকর আচরনে অতিষ্ঠ হয়ে অবশেষে স্কুল ক্যাম্পাসের একটি গাছে প্রধান শিক্ষক কে দড়ি দিয়ে বেঁধে রাখল স্কুলের ছাত্রীরা। এমনকি এক অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষক অরুণ কুমার সিংহ মহাপাত্রকে গ্রেপ্তার করে পুলিশ। আজ এই ঘটনাকে কেন্দ্র করে জেলার সিমলসপাল ব্লকের মন্ডলগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার উন্তিশোল রসনাময়ী জুনিয়র হাই স্কুলে তীব্র চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, প্রধান শিক্ষক ছাত্রদের ক্লাসরুম থেকে বের করে ছাত্রীদের গান করতে বলতেন। এবং সেই সময় ছাত্রীদের হাত ধরে টানাটানি করতেন। পাশাপাশি, আপত্তিকর আচরনও করতেন তিনি। চেষ্টা চালাতেন ছাত্রীদের গায়ে স্পর্শ করার। এই আচরনে কয়েকদিন ধরে আপত্তি জানিয়েও এর থেকে রেহাই মেলেনি ছাত্রীদের। ফের আজ একই আচরনের পুনরাবৃত্তি হলে ছাত্রীরা ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষককে গাছে দড়ি দিয়ে বেঁধে রাখে। খবর পেয়ে অবিভাবক ও স্থানীয় বাসিন্দারা স্কুলে এসে প্রধান শিক্ষকের শাস্তির দাবীতে সরব হন। খবর পেয়ে স্কুলে আসে সিমলাপাল থানার পুলিশ। উদ্ধার করে থানায় নিয়ে যায়। এবং পরে গ্রেপ্তার করে। খাতড়ার মহকুমা পুলিশ আধিকারিক বিবেক বর্মা জানান ধৃত প্রধান শিক্ষক কে শুক্রবার খাতড়া মহকুমা আদালতে তোলা হবে। অন্যদিকে, জেলা বিদ্যালয়ে পরিদর্শক( মাধ্যমিক) গৌতম চন্দ্র মাল জানান পুলিশের তদন্তের পাশাপাশি স্কুল শিক্ষা দপ্তরও বিভাগীয় তদন্ত করবে। যদিও অভিযুক্ত প্রধান শিক্ষকের দাবী তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। তিনি নির্দোষ।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/the-deceased-mother-and-her-two-year-old-son-and-12-passengers-were-injured-when-a-passenger-bus-overturned-in-baguli-barjora/img-20200304-wa0034/" rel="attachment wp-att-8257">

Similar News