নাকা চেকিং এর সময় আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তি কে গ্রেপ্তার করল কোতুলপুর থানার পুলিশ।

Update: 2019-07-01 10:51 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (বলরাম চক্রবর্তী, কোতুলপুর) : রবিবার রাতে নাকা চেকিং চলাকালীন অস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কোতুলপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে,ধৃতের নাম তারকনাথ মালাকার। তারক বাবু বাঁকুড়া সদর থানার কেরানীবাঁধ এলাকার বাদিন্দা। বে আইনী অস্ত্র রাখার দায়ে অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।ধৃত কে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়। এই বেআইনী অস্ত্র সে কি ভাবে পেল এবং কি কাজে সে ব্যবহার করত এবং তার সাথে কোনো গ্যাং জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/demanding-the-return-of-katmani-the-tmc-leaders-staged-protests-in-keshiakole/img-20190623-wa0070_1024x1409/" rel="attachment wp-att-5529">

Similar News