মুখ্যমন্ত্রীর জেলা সফর, টেরাকোটায় সাজছে সার্কিট হাউস। জেলার সয়ম্বর গোষ্ঠীর তৈরী পোড়া মাটির বোতল বন্দি অর্গানিক নলেনগুড় উপহার দেওয়া হবে মুখ্যমন্ত্রীকে।

Update: 2018-11-27 10:32 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে টেরাকোটার শিল্প দিয়ে সেজে উঠছে সার্কিট হাউস।

২৮নভেম্বর এখানেই রাত্রি যাপন করার কথা মুখ্যমন্ত্রীর।

সার্কিট হাউসের সয়ম্বর গোষ্ঠীর বিপনন কেন্দ্রও সাজছে নানা জিনিসের পসরা নিয়ে। এবার গোষ্ঠীর উৎপাদিত, অভিনব পোড়া মাটির তৈরী বোতলে বন্দি,অর্গানিক নলেন গুড় মুখ্যমন্ত্রীর হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হবে।

তার পাশাপাশি, লবাত,চিনি সহ একাধিক তাল ও খেজুর রস থেকে তৈরী খাদ্যও তুলে দিতে চান গোষ্ঠীর সদস্যরা।

আন্তর্জাতিক মানের অর্গানিক এই নলেন গুড় তৈরী হচ্ছে ওম্দা ব্লকের কল্যানী গ্রামে। সেই গুড় অভিনব পোড়া মাটির বোতলে ভরে বিপনন করছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

এই বোতলে গুড়ের গুনমান যেমন ষোলোআনা বজায় থাকবে,তেমনি আবার গুড় ব্যবহারের পর এটিকে জলের বোতল হিসেবেও কাজে লাগাতে পারবেন।

জেলার এই গুড় বিপননে ভিন রাজ্য ছাড়িয়ে বিদেশে পাড়ি দেওয়ারও তোড়জোড় শুরু হয়েগেছে।

রাজ্য সরকারের বিশ্ব বাংলার বিপনন কেন্দ্র গুলিতেও মিলবে এই অভিনব বোতলে বন্দি অর্গানিক নলেন গুড়।

#দেখুন ভিডিও।[embed]Full View

Similar News