শিক্ষাশ্রীর একাউন্ট না খোলায় দাঁতনের হোস্টেল থেকে বের করে দেওয়া পঞ্চম শ্রেনীর এক ছাত্রীকে ছাতনায় উদ্ধার করল আরপিএফ।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : শিক্ষাশ্রীর একাউন্ট খোলা না হওয়ায় পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের বিনাপাণি হাই স্কুলের হোস্টেল থেকে বের করে দেওয়া এক পঞ্চম শ্রেনীর ছাত্রীকে উদ্ধার করল বাঁকুড়া রেল পুলিশ। ছাতনা স্টেশন থেকে কর্তব্যরত আরপিএফ জওয়ানরা মঙ্গলবার মাঝ রাতে উদ্ধার করে। আজ সকালে বাঁকুড়া আরপিএফ থানা থেকে সরস্বতী সরেন নামে ওই ছাত্রীটিকে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়। সরস্বতীর বাড়ী দাঁতনের কুড়ুল গ্রামে। বাবা লক্ষ্মণ সরেন পেশায় রাজমিস্ত্রী। কাজের চাপে তিনি মেয়ের শিক্ষাশ্রীর একাউন্ট খুলে দিতে পারেন নি। তাই গ্রীষ্মের ছুটির পর বাড়ি থেকে হোস্টেলে যাওয়ার পর মণিকা টুডু নামে তাদের এক ম্যাম সরস্বতী কে বকা,ঝকা করে। তাছাড়া তার সাথে অন্য পড়ুয়ারা কেও মিশত না। ফলে কয়েকদিন ধরে মানসিক ভাবে ভেঙ্গে পড়েছিল সে। মঙ্গলবার ও-ই ম্যাম তাকে হোস্টেল থেকে বের করে দেয়। বই পত্র হোস্টেলেই ফেলে রেখে নিজের একটি ব্যাগে জামা কাপড় ভরে আর খুচরো বাইশ টাকা সম্বল করেই উড়িষ্যাতে মামাবাড়ি যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়ে। শেষে সে ছাতনা স্টেশন এ নেমে পড়ে। সরস্বতী দাবী শিক্ষাশ্রীর একাউন্ট না খোলায় তাকে হোস্টেল থেকে বের করে দিয়েছে। সে এখন নিজের বাড়ী ফিরতে চাইছে।
তার দাবী যদি সত্যি হয় তাহলে দাঁতনের বিনাপাণি উচ্চ বিদ্যালয়ের হোস্টেলের ভার প্রাপ্ত ওয়ার্ডেন কি করে সরস্বতী কে হোস্টেল থেকে বের করে নিল তার প্রকৃত তদন্ত করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এবং অবিলম্বে শিক্ষা দপ্তরের উচিত পুরো ঘটনার তদন্তে নামা।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]