জেলায় জন সংযোগ যাত্রায় এসে, ইভিএমের বদলে ফের ব্যালটে ভোট গ্রহণের পক্ষে জোর সওয়াল শুভেন্দু অধিকারীর।

Update: 2019-06-23 01:59 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : লোকসভা ভোটে ভরাডুবির পর আম জনতার সাথে যোগাযোগ গড়ে তোলার লক্ষ্যে আজ জেলার পাত্রসায়রে জন সংযোগ যাত্রার সুচনা করেন রাজ্যের মন্ত্রী তথা জেলার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। এছাড়াও জেলার কোতুলপুরে সভাও করেন তিনি। এই সভায় ইভিএমের বদলে ফের ব্যালটে ভোট গ্রহণের পক্ষ্যে জোর সওয়াল করেন শুভেন্দু অধিকারী।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/sand-overloaded-5-lorry-seized-by-local-public-and-hand-over-to-police-at-indas/img-20190604-wa0027/" rel="attachment wp-att-5225">

Similar News