লকডাউনে লোকালয়ে ঢুকে পড়া হরিণের চিকিৎসা শুরু করল বন দপ্তর

Update: 2020-04-30 05:21 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : লকডাউনে জঙ্গল থেকে হরিণের লোকালয়ে ঢুকে পড়ার বিরাম নেই জেলায়। এবার জেলার সারেঙ্গায় লোকালয়ে এক গৃহস্থের গোয়ালে ঢুকে পড়ে। এবং চোটও পায়। হরিণের চোট সারাতে চিকিৎসা শুরু করল বন দপ্তর। হরিণটির বাঁ পায়ে আঘাত রয়েছে। পাশাপাশি শরীরেও কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। বন দপ্তর ইতিমধ্যেই চিকিৎসা শুরু করেছে। এবং এখন সারেঙ্গার পশু চিকিৎসা কেন্দ্রে পর্যবেক্ষণে রয়েছে আহত হরিণটি। প্রসঙ্গত, গত কাল বিকেলে সারেঙ্গার ছোট আমলাতোড়ের মালডিহি এলাকার বাসিন্দা রতন মল্লের গোয়ালঘরে ঢুকে পড়ে। খবর দেওয়া হয় বন দপ্তরে। বন দপ্তর হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায়।বন দপ্তর সূত্রে জানা গেছে হরিণটি সুস্থ হলে ফের তাকে জঙ্গলে ছেড়া দেওয়া হবে।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/fever-word-exclusive-update/img-20200427-wa0013/" rel="attachment wp-att-9015">

Similar News